বইমেলা নিয়ে গতবারের অতৃপ্তি এবার ঘুচবে: ফরিদ আহমেদ
বইমেলার সময় ১৭ মার্চ পর্যন্ত বাড়ানোর ঘোষণা লেখক, পাঠক ও প্রকাশকদের প্রত্যাশার প্রতিফলন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ।
রবিবার দুপুরে ঢাকা টাইমসকে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বইমেলাটা খুবই প্রিয়। বইমেলার সঙ্গে তাঁর নিজের মানসিক একটা সম্পৃক্ততা আছে। তিনিও ১৭ মার্চ পর্যন্ত বইমেলাকে সমর্থন করেছেন। এ জন্যই তিনি মেলার সময় বাড়ানোর অনুমোদন দিয়েছেন।’
এর আগে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালেদ আগামী ১৭ মার্চ পর্যন্ত মেলা চলবে বলে সাংবাদিকদের জানান। সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী আজ অনুমোদন করেছেন, বইমেলা ১৭ মার্চ পর্যন্ত চলবে। কোভিডের কারণে আমরা আতঙ্কে ছিলাম যে বইমেলা করতে পারব কি না। একটি সিদ্ধান্ত হয়েছিল যে, বইমেলা স্থগিত করব কি না। কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশে মেলা শুরু হয়। পরে প্রকাশকরা প্রধানমন্ত্রীর কাছে মেলার সময় বাড়ানোর জন্য আবেদন করেন। আমরা সেসময় বলেছিলাম সংক্রমণ কমে আসলে মেয়াদ বাড়ানো হবে।’
সময় প্রকাশনের কর্ণধার ফরিদ আহমেদ বলেন, ‘যেহেতু প্রতিবছর বইমেলা হয় এক মাস এবার করোনার কারণে শুরু হয়েছে দেরি করে। এজন্যই প্রকাশক প্রতিনিধিদের কাছ থেকে মেলার সময় বাড়ানোর বিষয়ে আবেদন এসেছিল।’
বইমেলার সময় বৃদ্ধিকে মননশীল চর্চার প্রতি বর্তমান সরকারের সদিচ্ছার প্রমাণ উল্লেখ করে জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি বলেন, ‘যেসব লেখক, পাঠক, প্রকাশকদের কিছুটা অতৃপ্তি ছিল গত বছরের বইমেলা নিয়ে, সেটা এবার কেটে যাবে। যদি প্রকাশকদের বাকি সময়টা ব্যবসাটা ভালো হয় তাহলে এটা বাড়তি পাওনা হবে।’
ফরিদ আহমেদ বলেন, ‘আমরা বইমেলা মাঠেই এবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ১৭ মার্চ পালন করতে পারব।’
এখন পর্যন্ত মেলায় বইপ্রেমীদের উপস্থিতি কেমন ছিল? জবাবে তিনি বলেন, ’২৬ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ১২ দিন বইমেলা হয়েছে। ফেব্রুয়ারি মাসে বইমেলা হওয়ার যে আমেজ, সেই আমেজটাই পুরোপুরি বিদ্যমান ছিল। সাধারণত যেটা আমরা সব সময় দেখে এসেছি, পূর্ববর্তী বছরগুলোতে, ২০২১ সাল বাদ দিয়ে, সেটা হচ্ছে ২১ ফেব্রুয়ারির পরে বইমেলাতে লোক সমাগম ভালো থাকে। এবারও সেই বিষয়টি দেখা গেল।’
একাধিক গ্রন্থের লেখক ফরিদ আহমেদ বলেন, ‘এক বছর বিরতি দিয়ে হলেও বইমেলা তার পূর্বের রূপে আবারও উদ্ভাসিত হয়েছে।’
গত ১৫ ফেব্রুয়ারি বিকেলে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বইমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগের ঘোষণা অনুসারে মেলা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলার কথা থাকলেও উদ্বোধনকালে প্রধানমন্ত্রী ১৭ মার্চ পর্যন্ত চালিয়ে নেওয়ার পক্ষে কথা বলেন।
মেলা উদ্বোধনকালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২১ দেওয়া হয়। এবার ১৫ জন বিশিষ্ট লেখক-কবি-সাহিত্যিক পান এ পুরস্কার।
(ঢাকাটাইমস/২৭ ফেব্রুয়ারি/এইচএফ)