বইমেলায় প্রশংসা কুড়িয়েছে উদ্দীপনের ফ্রি স্বাস্থ্যসেবা

দুদিন আগেও অমর একুশের বইমেলা উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান হাজারো লেখক, পাঠক ও প্রকাশকের সরব উপস্থিতিতে মুখরিত ছিল। কিন্তু বইমেলা শেষ হওয়ার এক দিনের ব্যবধানে মেলা প্রাঙ্গণ এখন জনশূন্য এক বিরানভূমিতে পরিণত হয়েছে। এরইমধ্যে বইপত্র সরিয়ে স্টলের অবকাঠামো ভেঙে নিয়ে গেছেন স্টল মালিকরা।
বাংলা একাডেমি ও উদ্যানজুড়ে সুনসান নীরবতা, ময়লা-আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে সব জায়গায়। বিভিন্ন স্টলের অবকাঠামো নির্মাণে ব্যবহৃত কাঠ ও বাঁশ পুরোপুরি সরিয়ে নিতে আরও কয়েকদিন সময় লাগবে।
বাংলা একাডেমির হিসাবে, এবার মেলায় মোট বই বিক্রি হয়েছে প্রায় ৫২ কোটি ৫০ লাখ টাকার। যেখানে ২০২১ সালে মোট বই বিক্রি হয়েছিল মাত্র তিন কোটি টাকার। সেদিক থেকে এবারের মেলায় সাড়ে ১৭ গুণ বেশি টাকার বই বিক্রি হয়েছে। এবার মেলায় মোট বই প্রকাশ হয়েছে ৩ হাজার ৪১৬টি।
সদ্য শেষ হওয়া অমর একুশে বইমেলা ২০২২-এ ‘সুস্থ দেহ সুন্দর মন, উদ্যোক্তা উন্নয়নে উদ্দীপন’ এই স্লোগানকে সামনে রেখে বিনামূল্যে মাসব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা দিয়েছে উদ্দীপন-প্রোব নামে একটি বেসরকারি সংস্থা।
বাংলা একাডেমি প্রাঙ্গণের ৬৩৯ নং স্টলে সংস্থাটি বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়েছে। মেলার শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় তিন হাজারেরও বেশি বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে এই সেবা দেওয়া হয়েছে বলে জানান উদ্দীপনের পাবলিক রিলেশন অ্যান্ড মিডিয়া অফিসার প্রশান্ত দাস কথা। তিনি বলেন, উদ্দীপনের ফ্রি স্বাস্থ্য সেবা পেয়ে খুশি মেলায় আগত সাধারণ মানুষ।
মেলায় স্বাস্থ্য ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন মো. ফিরোজ আহম্মেদ। তিনি বলেন, শুধু বইমেলা নয়, আমাদের উদ্দেশ্য বাংলাদেশের তৃণমূল পর্যায়ের খেটেখাওয়া দুস্থ মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া ও সেবার মান নিশ্চিত করা।
তিনি আরও বলেন, আমরা স্বাস্থ্য সেবার মাধ্যমে সারা দেশের সকল মানুষের কাছে পৌঁছাতে পেরেছি। তৃণমূলে সাধারণ মানুষের দোরগোড়ায় কীভাবে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া যায় আমরা সেই চেষ্টা করছি।
বিনামূল্যে স্বাস্থ্যসেবার মধ্যে ছিল ডাক্তার কনসালন্টেসি, ডায়াবেটিকস, হিমোগ্লোবিন, রক্তচাপ পরীক্ষা, ওজন নিয়ন্ত্রণ বিষয়ে পরামর্শ ও তাপমাত্রা পরিমাপসহ প্রাথমিক সেবা।
বিনামূল্যে সেবার পাশাপাশি ছিল ‘হেলথ কার্ড সিস্টেম। যেখানে ১২০০ টাকা ও এ ১৯৫০ টাকায় এক বছরের জন্য হেলথকার্ড নিলে এক বছর ফ্রি টেলিমেডিসিনসহ বিভিন্ন প্রকার প্যাথলজিক্যাল সেবা ফ্রি পাওয়া যায়। এর সঙ্গে আরও রয়েছে প্রত্যেকটি প্যাথলজিক্যাল টেস্ট ও ৫০ থেকে ৬০ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট।
বাংলাদেশে উদ্যোক্তা উন্নয়নে উদ্দীপনের ৭৮০টি শাখা রয়েছে। দেশের তৃণমূল পর্যায়ে সাধারণ খেঁটেখাওয়া মানুষ থেকে শুরু করে উদ্যোক্তা মানুষের উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে এই সংস্থাটি। বিভিন্নভাবে সাধারণ মানুষের উন্নয়নমূলক কাজের পাশাপাশি সামাজিক ও আর্থসামাজিক উন্নয়নেও কাজ করছে এই সংস্থা।
এ বিষয়ে উদ্দীপনের চেয়ারম্যান ড. মিহির কান্তি মজুমদার বলেন, আগামীর জন্য একটি সুন্দর আবাস ভূমি রেখে যেতে চাই। সবুজ বনায়ণের মাধ্যমে বিশ্বের বুকে একখন্ড সবুজ বাংলাদেশ রেখে যেতে চাই।
উদ্দীপনের সিইও বিদ্যুৎ কুমার বসু বলেন, আমাদের কর্মী বাহিনী মেলায় দায়িত্বের জায়গা থেকে অনেক ভালো কাজ করেছে। সুনামও কুড়িয়েছে। আমি তাদের মঙ্গল কামনা করি।
তিনি আরো বলেন, আগামীতে আমরা আরও নতুন নতুন প্রোগ্রাম নিয়ে আসবো যা থেকে সাধারণ মানুষের উপকারে আসবে। আমাদের তৃণমুলে সাধারণ মানুষ হবে আর্থিক ভাবে স্বচ্ছল।
উদ্দীপনের কমিউনিকেশন রিসার্চ অ্যান্ড পাবলিকেশন প্রধান শ্যামা সরকার বলেন, বাংলা একাডেমির এই আয়োজন আমাদের প্রাণের আয়োজন। এই একটি মাস ছিল আমাদের হৃদয় মাঝে। আবারো একটি বছরের অপেক্ষা। আমরা আগামীতে আরো বেশি সেবা নিয়ে হাজির হবো। আপনারা সবাই সেই আর্শীবাদ করবেন।
তিনি আরও বলেন, আমরা শুধু এই মেলায় নয়, ভবিষ্যতে আরও যেকোনো মেলায় এই সেবা দেওয়ার লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করবো। আগামী ২৬ মার্চ আমাদের বিশেষ স্বাস্থ্য সেবা চালু থাকবে। আমরা শুধু এই স্বাস্থ্যসেবার সঙ্গে নয়, বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা এবং সিনিয়র সিটিজেনদের নিয়ে স্পেশাল স্বাস্থ্য ক্যাম্প পরিচালনা করব।

মন্তব্য করুন