মেটাবলিক ডিজঅর্ডার কী, কেন হয়?

মেটাবলিক ডিসঅর্ডার বা বিপাকীয় ব্যধি হল এমন একটি ব্যধি যা শরীরের প্রোটিন, চর্বি এবং কার্বোহাইড্রেটের মতো ম্যাক্রোনিউট্রিয়েন্টগুলোর প্রক্রিয়াকরণ এবং বিতরণকে নেতিবাচকভাবে পরিবর্তন করে। মেটাবলিক ডিসঅর্ডার তখনই ঘটে যখন শরীরের অস্বাভাবিক রাসায়নিক বিক্রিয়া স্বাভাবিক বিপাকীয় প্রক্রিয়াকে উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করে।
মেটাবলিক ডিসঅর্ডারের বেশ কিছু লক্ষণ আছে। এর মধ্যে রয়েছে অলসতা, ওজন কমে যাওয়া, খিঁচুনি, জন্ডিস ইত্যাদি।
নানান কারণে মেটাবলিক ডিসঅর্ডার হয়ে থাকে। পরিবারের কোনো সদস্য যদি এই রোগ বহন করে থাকেন তাহলে পরবর্তী প্রজন্মে বিস্তার ঘটতে পারে। এছাড়া যকৃত বা অগ্ন্যাশয় সঠিকভাবে কাজ না করলেও মেটাবলিক ডিসঅর্ডার রোগ হতে পারে।
নানা ধরনের মেটাবলিক ডিসঅর্ডার হয়ে থাকে। যেমন- অ্যাসিড বেইস ইমব্যালেন্স, ডিসঅর্ডার অফ ক্যালসিয়াম মেটাবলিজম, ডিএনএ রিপেয়ার-ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, গ্লুকোজ মেটাবলিজম ডিসঅর্ডার, আয়রন মেটাবলিজম ডিসঅর্ডার, লিপিড মেটাবলিজম ডিসঅর্ডার, মেটাবোলিক সিনড্রোম এক্স এবং ওয়েস্টিং সিনড্রোম।
মেটাবোলিক ডিসঅর্ডার নিরাময়যোগ্য ব্যধি। প্রাথমিকভাবে শনাক্তের পর সঠিক পুষ্টি চিকিৎসার মাধ্যমে এই রোগ থেকে সুস্থতা অর্জন করা যায়।
(ঢাকাটাইমস/২৪মার্চ/ওএফ/এফএ)

মন্তব্য করুন