অক্ষয়ের মহানুভবতার কথা জানালেন ইমরান হাশমি

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ মার্চ ২০২২, ১১:০০
অ- অ+

চার বছরের ছোট্ট ছেলের ক্যানসার। অস্ত্রোপচারে বাদ দিতে হয় একটি কিডনিও। নিজের লেখা বইতে সন্তানের সেই যন্ত্রণাময় দিনগুলো ফিরে দেখেছেন বলিউডের ‘সিরিয়াল কিসার’ খ্যাত অভিনেতা ইমরান হাশমি। সেই সঙ্গেই জানিয়েছেন, বছর কয়েক আগের সেই ভয়ংকর দিনগুলোতে কীভাবে তার পাশে দাঁড়িয়েছিলেন অভিনেতা অক্ষয় কুমার।

সন্তান সুস্থ হয়ে ওঠার পরে ‘দ্য কিস অফ লাইফ- হাউ এ সুপারহিরো অ্যান্ড মাই সন ডিফিটেড ক্যানসার’ নামে ওই বইটি লেখেন ইমরান। তাতে ক্যানসারের সঙ্গে ছেলে আয়ান তথা পরিবারের লড়াইয়ের কাহিনি বর্ণনা করেন অভিনেতা। সেই বইতেই উল্লেখ রয়েছে, কীভাবে ইমরানের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন অক্ষয়। বইটির মুখপত্র লিখেছেন অক্ষয় স্বয়ং।

ইমরান লিখেছেন, ছেলের চিকিৎসা চলাকালীন অক্ষয়ের ফোন পান তিনি। অক্ষয় তাকে জিজ্ঞেস করেন সন্তানের অসুস্থতার খবরটি সত্যি কিনা। ইমরানও বলেন, অস্ত্রোপচারে তার ছেলের টিউমার এবং কিডনি বাদ দেওয়া হয়েছে। অক্ষয় তখনই হাসপাতালে যেতে চান। ইমরান তাকে আশ্বস্ত করলে অভিনেতা তাকে এও বলেন, তার ভালো চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রয়েছে। কোনো রকম প্রয়োজনে সাহায্য চাইতে ইমরান যেন একটুও দ্বিধা না করেন।

অক্ষয়ের এমন আচরণে আপ্লুত ইমরান লিখেছেন, অক্ষয় তাকে প্রতিদিন ফোন করে ছেলের স্বাস্থ্যের খোঁজ নিতেন। আয়ান বাড়ি ফেরার পরে এক দিন নিজে এসে দেখেও যান অভিনেতা। ব্যাটম্যানের পোশাকে তার ছোট্ট ছেলের ছবি দেখে নাকি চোখে পানি এসে গিয়েছিল অক্ষয়ের।

ইমরানের বইতে আরও উল্লেখ রয়েছে, ক্যানসারই প্রাণ কেড়েছে অক্ষয়ের বাবার। তার ফলেই তিনি আরও বেশি করে ইমরানের মনের অবস্থা উপলব্ধি করতে পেরেছিলেন। অক্ষয় তাই কানাডায় নিজের পরিচিত হাসপাতালে আয়ানের সেরা চিকিৎসার ব্যবস্থাও করে দিতে চেয়েছিলেন।

ইমরানের বইয়ে মুখপত্রে অক্ষয় নিজেই খুলে বলেছেন তার অনুভূতির কথা। লিখেছেন, ‘আয়ানের পরিস্থিতির কথা যখন শুনলাম, মনে হল যেন কেউ আমার পেটেই এসে ঘুষি মারল। গাড়ি চালাচ্ছিলাম। তৎক্ষণাৎ গাড়ি থামিয়ে ইমরানকে ফোন করি। কারণ, আমি জানি নিজের কাছের মানুষ এই রোগের শিকার হলে ঠিক কেমন লাগে।

অক্ষয়ের সঙ্গেই ইমরানের আগামী ছবি ‘সেলফি’। সেখানে ইমরানের পাশাপাশি আরও দুই মুখ্য চরিত্রে রয়েছেন নুসরাত ভারুচা এবং ডায়না পেন্তি। ২০১৯ সালের মালয়ালম ছবি ‘ড্রাইভিং লাইসেন্স’-এর হিন্দি রিমেক এই ছবিটি।

ঢাকাটাইমস/২৮ মার্চ/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পরিবেশ রক্ষায় ঐক্যের আহবান কফিলউদ্দিন আহমেদের 
সরকার গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ন করেনি: প্রেস উইং
তারেক রহমানের স্বপ্ন ও কর্মপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের মূল লক্ষ্য: আমিনুল হক 
বিমানবন্দর রেলস্টেশনে পুলিশের বিশেষ অভিযানে অবৈধ দোকান উচ্ছেদ, সন্দেহভাজন আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা