স্মিথের এক থাপ্পড়ে কয়েক গুণ বাড়ল ক্রিসের টিকিটের দাম

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ মার্চ ২০২২, ১৫:২৮

সদ্য শেষ হওয়া ৯৪তম অস্কারের আসরে সঞ্চালক ক্রিস রককে কষে চড় মারেন অভিনেতা উইল স্মিথ। ওই চড় খেয়ে বরং লাভই হয়েছে আমেরিকার জনপ্রিয় স্ট্যান্ড আপ কমেডিয়ান ক্রিসের। হু হু করে বিক্রি হচ্ছে তার আগামী কমেডি শোয়ের টিকিট। বলতে গেলে ক্রিসের চাহিদা এখন তুঙ্গে।

অস্কারের মঞ্চে উইল স্মিথের স্ত্রী জাডা পিঙ্কেট স্মিথের অসুখ নিয়ে ঠাট্টা করেন সঞ্চালক ক্রিস। অ্যালোপেশিয়ায় আক্রান্ত স্মিথের স্ত্রী। এই রোগে চুল পড়ছে ক্রমাগত। তা নিয়েই ঠাট্টা করেন ক্রিস। তাতেই মেজাজ হারান উইল স্মিথ। মঞ্চে উঠে সপাটে থাপ্পড় মারেন ক্রিসকে।

অস্কারের আগে থেকেই ক্রিসের আগামী স্ট্যান্ড-আপ কমেডি অনুষ্ঠানের টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে স্মিথের চড়-কাণ্ডের পরই অনলাইনে টিকিট কাটার হিড়িক পড়ে গেছে। গত একমাসে যত টিকিট বিক্রি হয়েছে, চড় খাওয়ার পর তার থেকে কয়েক গুণ বেশি টিকিট বিক্রি হয়েছে।

শুধু তাই নয়, চাহিদার কারণে টিকিটের মূল্যও বেড়েছে কয়েক গুণ। প্রথমে যে টিকিটের দাম ছিল চার হাজার টাকা, সেই টিকিটের দাম উঠেছে ২৬ হাজার টাকা। এই সপ্তাহের বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার রয়েছে ক্রিস রকের স্ট্যান্ড আপ কমেডির অনুষ্ঠান।

ঢাকাটাইমস/৩০ মার্চ/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :