এক বছরে ইউরোপে নাগরিকত্ব পেয়েছেন ৮ হাজার ৬৮৫ জন বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ মার্চ ২০২২, ১০:১০| আপডেট : ৩১ মার্চ ২০২২, ১০:১৮
অ- অ+

ইউরোপীয় ইউনিয়নের ২৭ দেশ এবং সুইজারল্যান্ড, নরওয়ে, লিচেনস্টাইন ও আইসল্যাণ্ডসহ ইউরোপের দেশগুলোতে এক বছরে আট হাজার ৬৮৫ জন বাংলাদেশি নাগরিকত্ব পেয়েছেন।

ইউরোপীয় ইউনিয়নের ২০২০ সালের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

২০২০ সালে ইতালিতে সর্বোচ্চ পাঁচ হাজার ৬৬১ জন বাংলাদেশি ওই দেশের নাগরিকত্ব পেয়েছেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে স্পেন। সেখানে নাগরিকত্ব পেয়েছেন ৭৬৬ জন। পর্তুগিজ নাগরিকত্ব পেয়েছেন ৬৭৮ জন।

এখানে ব্রেক্সিট পরবর্তী যুক্তরাজ্যের বাংলাদেশিদের হিসাব যুক্ত না হওয়ার পরেও তা পূর্ববর্তী বছরের তুলনায় বেশি। অর্থাৎ ২০১৯ সালে সর্বমোট আট হাজার ৫৫ জন বাংলাদেশি নাগরিকত্ব পেয়েছিলেন। এর মধ্যে যুক্তরাজ্যেই ছিল ৩৭৮০ জন।

একই সময়ে ইউরোপের নাগরিকত্ব পাওয়া মানুষের মধ্যে ভারতের রয়েছে ১৬ হাজার ৪০০ জন এবং পাকিস্তানের ১৬ হাজার।

ইউরোপের অন্যান্য দেশের মধ্যে ফ্রান্সে ৪৯৭ জন, সুইডেনে ৪৩২, জার্মানিতে ২৫৫, নেদারল্যান্ডে ৯৬, ফিনল্যান্ডে ৭২, নরওয়েতে ৬৭, সুইজারল্যান্ডে ও অস্ট্রিয়াতে ৫১ জন নাগরিকত্ব পেয়েছেন।

ইউরোপের এই দেশগুলো ২০২০ সালে সাত লাখ ২৯ হাজার বিদেশিকে নাগরিকত্ব দিয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি নাগরিকত্ব দিয়েছে সুইডেন। এরপরই পর্তুগাল ও নেদারল্যান্ডসের স্থান।

(ঢাকাটাইমস/৩১মার্চ/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কড়া বার্তা দিতেই ভাঙা হয়েছে ৩টি রিকশা, ক্ষতিপূরণসহ পুনর্বাসনের উদ্যোগ ডিএনসিসির
জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছিল: প্রেস সচিব
ভিটামিনের ঘাটতি পূরণে খাবারে ভিন্নতা আনতে হবে
ফরিদপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি আকাশ গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা