পুলিশের তিন কর্মকর্তাকে প্রেষণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়োগ

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার তিন কর্মকর্তাকে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রেষণে নিয়োগের জন্য তাদের চাকরি জননিরাপত্তা বিভাগে ন্যস্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, ওই তিন কর্মকর্তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থায় দায়িত্ব পালন করবেন।
ওই তিন কর্মকর্তা হলেন- প্রথম বাংলাদেশ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (বিপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিন, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. আতাউর রহমান ও ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. শাহজাহান কবির।
(ঢাকাটাইমস/০৫এপ্রিল/এসএস/মোআ)

মন্তব্য করুন