শাহজালালে তৃতীয় টার্মিনালের অগ্রগতি ৩৪ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ এপ্রিল ২০২২, ১৪:৩১
অ- অ+

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ নির্দিষ্ট লক্ষ্যমাত্রার চেয়ে খানিকটা এগিয়ে রয়েছে। এরই মধ্যে কাজের অগ্রগতি ৩৪ শতাংশ অতিক্রম করেছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। সেই সঙ্গে ২০২৩ সালের সেপ্টেম্বর-অক্টোবরে মাসে এটি চালু করা হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

সোমবার সকালে রাজধানীর উত্তরায় অবস্থিত তৃতীয় টার্মিনালের নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান প্রতিমন্ত্রী।

মাহবুব আলী বলেন, ‘করোনার সময়ের মধ্যেও এই বিমানবন্দরের কাজ একদিনের জন্য থেমে থাকেনি। বিমানবন্দরের কাজ নির্দিষ্ট লক্ষ্যমাত্রার চেয়ে খানিকটা এগিয়ে রয়েছে। এরই মধ্যে কাজের অগ্রগতি ৩৪ শতাংশ অতিক্রম করেছে। তা লক্ষ্যমাত্রার চেয়ে এক শতাংশের বেশি। আমরা আশা করি আগামী বছরের সেপ্টেম্বর-অক্টোবরে এই টার্মিনাল চালু হবে। তখন হয়তো কিছু কাজ বাকি থাকবে, কিন্তু মূল কার্যক্রম আমরা শুরু করতে পারব।’

চলতি মাসের মধ্যেই এ টার্মিনালের ট্যাক্সি ওয়ের নির্মাণকাজ শেষ হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘এটি বিদ্যমান রানওয়ের সঙ্গে সংযুক্ত হবে। ফলে কোনো বিমানকে অবতরণের পর আর অপেক্ষায় থাকতে হবে না।’

টার্মিনালের নির্মাণকাজ পরিদর্শনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান মফিদুর রহমান।

(ঢাকাটাইমস/১১এপ্রিল/কেআর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা