ফেসবুকে অশ্লীল ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ এপ্রিল ২০২২, ২২:০২
অ- অ+

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অশ্লীল ছবি ও ভিডিও ধারন করে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে মো. আকাশ মাহমুদ (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আরিফ হোসেন।

গ্রেপ্তার আকাশ মানিকগঞ্জের সদর উপজেলার মানতা গ্রামের মৃত নাসির উদ্দিনের ছেলে।

র‌্যাব জানায়, গত আট বছর আগে জর্দান প্রবাসী ভিকটিমের সাথে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয়। গত বছরের মার্চ মাসের ১৯ তারিখে মোবাইল ফোনের মাধ্যমে আকাশের সাথে ভিকটিমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ইমোতে ভিকটিমের ব্যক্তিগত ছবি ও ভিডিও কলে কথা বলতে বলে। ওই সময় আকাশ কৌশলে তার স্ত্রীর বিভিন্ন ছবি ও ভিডিও ধারণ করে রাখে।

পরবর্তীতে এ সকল ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবার ভয়-ভীতি দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় এবং মোবাইল ফোনের মাধ্যমে ভিকটিমকে ডিভোর্স দেয় আকাশ। এ ঘটনায় ভিকটিমের অভিযোগের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় আকাশ গতকাল সন্ধ্যায় আকাশকে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আকাশের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/১২এপ্রিল/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আমরা নতুন কিছু গড়ার সক্ষমতা রাখি: প্রধান উপদেষ্টা 
শিক্ষার্থী সাম্য হত্যা: ঢাবিতে একদিনের শোক ঘোষণা, অর্ধদিবস ক্লাস-পরীক্ষা বন্ধ
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের তহবিল ঘাটতি মোকাবিলার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার
জুলাই আন্দোলনের স্পিরিট ধরে রাখতে হবে: ড. মঈন খান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা