লালবাগে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ এপ্রিল ২০২২, ১৪:১৯| আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ১৬:১৭
অ- অ+

রাজধানীর লালবাগের শহীদনগর বউবাজার এলাকায় প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় শুক্রবার দুপুর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন ক্ষয়ক্ষতি নিরুপণ করা হবে। এছাড়া আগুন লাগার কারণও খুঁজে বের করা হবে।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিস জানায়, ১২টা ৬ মিনিটে আগুন লাগার খবর পায় বাহিনীটি। খবর পাওয়ার আট মিনিটের মাথায় ১২টা ১৪ মিনিটে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায়। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকায় একে একে আরও ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

বউবাজারের ৪ নম্বর গলির ওই কারখানাটি টিনশেডের। সেখানে দাহ্য পদার্থ ছিল। শুক্রবার ছুটির দিন হলেও কিছু শ্রমিক ভেতরে কাজ করছিলেন। আগুন লাগার পরপরই তারা বেরিয়ে আসেন। ফলে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

(ঢাকাটাইমস/১৫এপ্রিল/এএইচ/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা