দক্ষিণাঞ্চলের অগ্রগতিতে ভূমিকা রাখতে পারেন গণমাধ্যমকর্মীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ এপ্রিল ২০২২, ২১:৫০

দক্ষিণাঞ্চলের উন্নয়ন-অগ্রগতির প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন গণমাধ্যমকর্মীরা। রবিবার ঢাকাস্থ বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিডিজেএ) আয়োজিত ইফতারে বক্তারা এমন প্রত্যাশার কথা বলেছেন।

রাজধানীর কারওয়ান বাজারের বিটিএমসি ভবনের রেইনি রুফ রেস্টুরেন্টে ইফতার ও দোয়া অনুষ্ঠানে ঢাকায় কর্মরত বরিশাল বিভাগের গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

বিডিজেএর সভাপতি তারিকুল ইসলাম মাসুমের সভাপতিেত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব সৈকতের পরিচালনায় ইফতারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দীন সাথী, এফবিসিসিআইয়ের পরিচালক ও বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি মাে. নিজাম উদ্দিন, এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান তমাল পারভেজ, সংসদ সদস্য ও মধুমতি টাইলস লিমিটেডের চেয়ারম্যান সুলতানা নাদিরা, বীমা নিয়ন্ত্রক সংস্থার সাবেক প্রশাসক সুলতান উল আবেদিন মােল্লা, নৌ যাত্রী পরিবহন সংস্থার পরিচালক মাসুম খান, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় প্রমুখ।