পাঁচ যুগ্ম সচিবের বদলি

জ্যেষ্ঠ প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ এপ্রিল ২০২২, ১৭:৪৯
অ- অ+

প্রশাসনে যুগ্ম সচিব পদ মর্যাদার পাঁচ কর্মকর্তার দপ্তর বদল করা হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব শাহীন আরা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, যুব ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (সমাজকল্যাণ মন্ত্রণালয়ে যুগ্ম সচিব হিসেবে বদলির আদেশাধীন) মো. আব্দুল জলিলকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্ম সচিব) হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়াও বিদ্যুৎ বিভাগে সংযুক্ত যুগ্ম সচিব রেজওয়ানুর রহমানকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের মহাপরিচালক (যুগ্ম সচিব) মো. জিয়াউল হককে সুরক্ষা সেবা বিভাগে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগে সংযুক্ত যুগ্ম সচিব খালেদা আখতারকে নৌ পরিবহন মন্ত্রণালয়ে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যানবাহন চালনা শীর্ষক প্রকল্পের পরিচালক ড. গোলাম ফারুককে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে বদলি করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৯এপ্রিল/এএ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কড়া বার্তা দিতেই ভাঙা হয়েছে ৩টি রিকশা, ক্ষতিপূরণসহ পুনর্বাসনের উদ্যোগ ডিএনসিসির
জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছিল: প্রেস সচিব
ভিটামিনের ঘাটতি পূরণে খাবারে ভিন্নতা আনতে হবে
ফরিদপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি আকাশ গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা