দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর গোলা বর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ এপ্রিল ২০২২, ১৮:০৫
অ- অ+

দক্ষিণ লেবাননে কয়েক ডজন আর্টিলারি শেল নিক্ষেপ করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েল সীমান্তবর্তী লেবানন থেকে রকেট উৎক্ষেপণ করার অভিযোগে দেশটির লক্ষ্যবস্তুতে সোমবার এ হামলা চালায় বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানায়, ইসরায়েলি ভূখণ্ডে রকেট ছোড়ার প্রতিবাদে লেবাননের একটি অবকাঠামো লক্ষ্যবস্তুতে আর্টিলারি হামলা চালাচ্ছে আইডিএফ।

অবকাঠামোগত লক্ষ্যবস্তু সম্পর্কে বিশদ কোন বিবরণ দেয়নি আইডিএফ।

টাইমস অব ইজরায়েলের প্রতিবেদনে বলা হয়, লেবানন থেকে ইসরায়েলে দিকে যে রকেটটি নিক্ষেপ করা হয়েছিল সেটি সীমান্তবর্তী কিবুতজ মাতজুভার নিকট খোলা এলাকায় অবতরণ করে। কিন্তু রকেটের আঘাতে অবকাঠামোগত ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

লেবাননের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলের সীমান্তবর্তী দক্ষিণ লেবাননের কয়েকটি শহরে ৫০টি আর্টিলারি শেল নিক্ষেপ করেছে ইসরায়েলি বাহিনী।

লেবাননের মিডিয়ার খবরে বলা হয়, লেবানিজ সেনাবাহিনী দেশটির দক্ষিণে সেনা মোতায়েন করার সময় জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী (ইউনিফিল) সীমান্তবর্তী বেশ কয়েকটি স্থানে সাইরেন বাজিয়েছিল।

তবে এ হামলায় সীমান্তের দু’পাশে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। রকেট হামলার পেছনে লেবাননের কোন গ্রুপ ছিল তাও স্পষ্ট জানা যায়নি।

(ঢাকাটাইমস/২৫এপ্রিল/এসএটি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কড়া বার্তা দিতেই ভাঙা হয়েছে ৩টি রিকশা, ক্ষতিপূরণসহ পুনর্বাসনের উদ্যোগ ডিএনসিসির
জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছিল: প্রেস সচিব
ভিটামিনের ঘাটতি পূরণে খাবারে ভিন্নতা আনতে হবে
ফরিদপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি আকাশ গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা