ইউক্রেন যুদ্ধ

৪০ জার্মান কূটনীতিককে বহিষ্কার করল মস্কো

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ১৯:২৫ | প্রকাশিত : ২৬ এপ্রিল ২০২২, ১৯:২৪

জার্মানি থেকে রুশ কূটনীতিকদের বহিষ্কারের পাল্টা প্রতিক্রিয়ায় ৪০ জার্মান কূটনীতিককে বহিষ্কার করেছে মস্কো।

আলজাজিরা জানায়, স্থানীয় সময় সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। জার্মানির ‘অবন্ধুসুলভ সিদ্ধান্তের’ প্রতিক্রিয়ায় কূটনীতিকদের বহিষ্কার করা হয়েছে বলে ওই বিবৃতিতে বলা হয়।

ওই বিবৃতিতে আরও বলা হয়, মস্কোতে নিয়োজিত জার্মান রাষ্ট্রদূতকে তলব করেছিল রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে রাশিয়ায় নিয়োজিত ৪০ জার্মান কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়ে তার হাতে একটি চিঠি তুলে দেওয়া হয়। এই ৪০ ব্যক্তিকে ‘অগ্রহণযোগ্য’ বলে ঘোষণা করেছে রাশিয়া।

বহিষ্কারের প্রতিক্রিয়ায় জার্মান পররাষ্ট্রমন্ত্রী আন্নালেনা বায়েরবক বলেন, রাশিয়ার পক্ষ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছিল। তবে তা কোনোভাবেই ন্যায়সংগত হয়নি। রাশিয়া যাদের বহিষ্কার করেছে, তারা কোনো ভুল করেননি।

রাশিয়ার এ সিদ্ধান্তে সেখানে বসবাসরত শতাধিক জার্মান নাগরিক ক্ষতিগ্রস্ত হতে পারে। এ ছাড়া, কূটনীতিকদের আত্মীয়-স্বজনদেরকেও দেশত্যাগে বাধ্য করতে পারে বলেও সম্ভাবনা রয়েছে।

চলতি মাসে গুপ্তচরবৃত্তির অভিযোগে বহু রুশ কূটনীতিককে বহিষ্কার করেছিল জার্মানি। জার্মান পররাষ্ট্রমন্ত্রীর মতে, বহিষ্কৃত কূটনীতিকরা এক দিনের জন্যও কূটনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল না। তখন জার্মানির সিদ্ধান্তকে ‘অগ্রহণযোগ্য’ দাবি করেছিল রাশিয়া।

(ঢাকাটাইমস/২৬এপ্রিল/আরআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

রাখাইনে দুর্ভিক্ষের মুখোমুখি ২০ লাখ মানুষ: জাতিসংঘ

ইসরায়েলি মন্ত্রিসভায় রদবদল, নতুন প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল ক্যাটজ 

ট্রাম্পের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত বাইডেন

হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অব স্টাফ হচ্ছেন সুসি উইলস

গাজা ও লেবাননে ইসরায়েলি হামলায় শতাধিক নিহত

৩৭০ ফেরানোর প্রস্তাব: জম্মু ও কাশ্মীর বিধানসভায় ধস্তাধস্তি

ট্রাম্পের শপথ ২০ জানুয়ারি, অবৈধ অভিবাসীদের তাড়ানোসহ সাত কাজে অগ্রাধিকার

পাকিস্তানের পাঞ্জাবে ভয়াবহ বায়ুদূষণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ 

শীর্ষ টিম নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প

ট্রাম্পকে ফোনে শুভেচ্ছা, যে অনুরোধ করলেন কমলা  

এই বিভাগের সব খবর

শিরোনাম :