ইউক্রেন যুদ্ধ

৪০ জার্মান কূটনীতিককে বহিষ্কার করল মস্কো

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ এপ্রিল ২০২২, ১৯:২৪| আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ১৯:২৫
অ- অ+

জার্মানি থেকে রুশ কূটনীতিকদের বহিষ্কারের পাল্টা প্রতিক্রিয়ায় ৪০ জার্মান কূটনীতিককে বহিষ্কার করেছে মস্কো।

আলজাজিরা জানায়, স্থানীয় সময় সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। জার্মানির ‘অবন্ধুসুলভ সিদ্ধান্তের’ প্রতিক্রিয়ায় কূটনীতিকদের বহিষ্কার করা হয়েছে বলে ওই বিবৃতিতে বলা হয়।

ওই বিবৃতিতে আরও বলা হয়, মস্কোতে নিয়োজিত জার্মান রাষ্ট্রদূতকে তলব করেছিল রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে রাশিয়ায় নিয়োজিত ৪০ জার্মান কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়ে তার হাতে একটি চিঠি তুলে দেওয়া হয়। এই ৪০ ব্যক্তিকে ‘অগ্রহণযোগ্য’ বলে ঘোষণা করেছে রাশিয়া।

বহিষ্কারের প্রতিক্রিয়ায় জার্মান পররাষ্ট্রমন্ত্রী আন্নালেনা বায়েরবক বলেন, রাশিয়ার পক্ষ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছিল। তবে তা কোনোভাবেই ন্যায়সংগত হয়নি। রাশিয়া যাদের বহিষ্কার করেছে, তারা কোনো ভুল করেননি।

রাশিয়ার এ সিদ্ধান্তে সেখানে বসবাসরত শতাধিক জার্মান নাগরিক ক্ষতিগ্রস্ত হতে পারে। এ ছাড়া, কূটনীতিকদের আত্মীয়-স্বজনদেরকেও দেশত্যাগে বাধ্য করতে পারে বলেও সম্ভাবনা রয়েছে।

চলতি মাসে গুপ্তচরবৃত্তির অভিযোগে বহু রুশ কূটনীতিককে বহিষ্কার করেছিল জার্মানি। জার্মান পররাষ্ট্রমন্ত্রীর মতে, বহিষ্কৃত কূটনীতিকরা এক দিনের জন্যও কূটনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল না। তখন জার্মানির সিদ্ধান্তকে ‘অগ্রহণযোগ্য’ দাবি করেছিল রাশিয়া।

(ঢাকাটাইমস/২৬এপ্রিল/আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ট্রাম্পকে স্বাগত জানালেন সৌদি যুবরাজ সালমান, বিনিয়োগ বাড়িয়ে ১ ট্রিলিয়ন করার অনুরোধ
দুদকের মামলায় দণ্ডের বিরুদ্ধে ডা. জুবাইদার আপিল গ্রহণ
চিকিৎসাসেবার পরিবেশকে নিরাপদ রাখতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি মাহমুদুল অঞ্জন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা