মারিওপোলের হাসপাতালে রাশিয়ার বোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২২, ২০:১৩
প্রতিকী ছবি

দক্ষিণ ইউক্রেনীয় শহর মারিওপোলের আজভস্টালের ভেতরে থাকা একটি হাসপাতালে কয়েক ডজন বোমা হামলা করেছে রাশিয়া। ইউক্রেনীয় সার্ভিসম্যানের বরাতে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয় আজভস্টালের ইস্পাত কারখানায় শত শত চাকুরীজীবী এবং বেসামরিক লোক অবরুদ্ধ অবস্থায় আছে।

মারিওপোল পাবলিক টেলিভিশনের ইউটিউব চ্যানেলে পোস্ট করা একটি ভয়েস বার্তায় আজভ ব্যাটালিয়নের পক্ষে ওলেক্সান্ডার ভারশিনিন বলেন, হাসপাতালে বুধবার রাতে রাশিয়ার ভারী বোমারু বিমান এবং যুদ্ধবিমান থেকে বোমা বর্ষণ করা হয়েছে।

ভয়েস বার্তায় আরও বলা হয়, বোমা হামলায় হতাহতের ঘটনা ঘটেছে।

তবে তিনি হতাহতের সংখ্যা উল্লেখ করেননি।

গত সপ্তাহে মারিওপোলকে ইউক্রেনীয় বাহিনী থেকে মুক্ত ঘোষণা করেছেন পুতিন এবং আজভ প্লান্টে যেন একটি মাছিও ভেদ করতে না পারে সেই নির্দেশ দেন রুশ বাহিনীকে।

(ঢাকাটাইমস/২৮এপ্রিল/এসএটি)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :