স্বামীকে তালাক দিয়ে ফেরার পথে তরুণীকে ‘ধর্ষণ’, আটক ২

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ মে ২০২২, ১৯:৩৬| আপডেট : ০৭ মে ২০২২, ১৯:৫৯
অ- অ+

নরসিংদীর পলাশে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ মে) রাতে উপজেলার গজারিয়া ইউনিয়নের নোয়াকান্দা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযুক্তরা হলেন-গজারিয়া ইউনিয়নের ধনাইচর গ্রামের আমির হোসেনের ছেলে ফারুখ মিয়া ও উত্তর চন্দন গ্রামের মৃত ইউসুফ মিয়ার ছেলে দেলোয়ার হোসেন।

পুলিশ জানায়, নির্যাতিত ওই গৃহবধূর সঙ্গে তার স্বামীর দীর্ঘদিনের মনোমালিন্য থাকায় শুক্রবার বিকালে স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করার জন্য প্রতিবেশী ফারুখ মিয়া ও দেলোয়ার হোসেনকে নিয়ে কাজি অফিসে যান। সেখানে স্বামীকে ডিভোর্স দিয়ে ফেরার পথে ওই গৃহবধূকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে ফারুখ ও দোলোয়ার নোয়াকান্দা গ্রামের একটি কবরস্থানের পাশে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যান। পরে নির্যাতিত ওই গৃহবধূ থানায় এসে অভিযোগ দেন।

পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ জানান, অভিযুক্তরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছেন। নির্যাতিত ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/০৭মে/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) এ বিচার কার মাধ্যমে হবে তার সুরাহা কেন জরুরি 
জনতা ব্যাংকে টাস্কফোর্স সভা অনুষ্ঠিত
লাশের খবরে পুলিশকে ফোন: অতঃপর যা হলো
রমনা বোমা হামলা: আপিলে মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন, যাবজ্জীবন কমিয়ে ১০ বছরের সাজা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা