এপ্রিল মাসের সেরা ফুটবলার রোনালদো

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ মে ২০২২, ১৬:১৪
অ- অ+

গত এপ্রিল মাসটা ভালো কাটেনি ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের। এই মাসে ছয় ম্যাচ খেলে মাত্র একটি জয়ের বিপরীতে জয়হীন ছিল পাঁচটি ম্যাচে। তবে দলীয় পারফরম্যান্সকে ছাপিয়ে ব্যক্তিগত পারফরম্যান্সের তুঙ্গে ছিলেন ক্লাবটির পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। তাই তো প্রিমিয়ার লিগে এপ্রিল মাসের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন তিনি।

এটি চলতি মৌসুমে রোনালদোর দ্বিতীয় এবং সবমিলিয়ে ফুটবল ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো মাসসেরার স্বীকৃতি।

লিগে এপ্রিল মাসে একটি ম্যাচে জয় পেয়েছে। আর ওই ম্যাচেই হ্যাটট্রিকের দেখা পেয়েছিলেন সিআর সেভেন খ্যাত পর্তুগিজ তারকা। তাতেই এসেছে তিন পয়েন্ট। আর গত মাসে মোট পাঁচটি গোল পেয়েছেন রোনালদো। দলের দুঃসময়ে দুর্দান্ত পারফরম্যান্সের থাকা রোনালদো মাস সেরা ফুটবলারের দৌঁড়ে পেছনে ফেলেছেন কেভিন ডি ব্রুইন ও গ্যাব্রিয়েল জেসুসকে।

চেলসির বিপক্ষে গত ২৮ এপ্রিল রোনালদোর গোলেই ১-১ ড্র করে ইউনাইটেড। এর ১২দিন আগে রোনালদোর হ্যাটট্রিকে নরিচ সিটিকে হারায় তারা ৩-২ গোলে। রোনালদোর অন্য গোলটি ছিল আর্সেনালের বিপক্ষে। তবে সেই ম্যাচ ৩-১ ব্যবধানে হারে ইউনাইটেড।

রোনালদোর এই পাঁচটি গোলই ছিল নন-পেনাল্টি গোল। প্রিমিয়ার লিগে এপ্রিল জুড়ে আর কেউ যা করতে পারেননি।

এই পুরস্কার গ্রহণ করে রোনালদো লিখেছেন, ‘আমার দ্বিতীয় প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কার, সবমিলিয়ে ক্যারিয়ারে ষষ্ঠ। আজকে আমি আমার শুরুর দিনগুলোর মতোই খুশি। জয় ও সাফল্যের ক্ষুধা কখনও কমে না আমার। সবাইকে ধন্যবাদ যারা এটি সম্ভব করেছেন।’

(ঢাকাটাইমস/১৩মে/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনসিসি ব্যাংকের সমঝোতা স্মারক
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি 
অন্তর্বর্তী সরকারও শেখ হাসিনার মত নানাভাবে ন্যারেটিভ তৈরি করছে: রিজভী 
হবিগঞ্জের সীমান্তে বিজিবির সতর্ক পাহারা, ২ স্তরের নিরাপত্তা বলয়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা