মিরপুরে অনিবন্ধিত ও চোরাই মোবাইলসহ দোকানমালিক আটক

রাজধানীর মিরপুরে বিভিন্ন ব্র্যান্ডের বিপুল সংখ্যক অনিবন্ধিত ও চোরাই মোবাইলফোনসহ এক দোকানমালিককে আটক করেছে র্যাব। তার নাম মো. আবুল হাশেম।
রবিবার দুপুরে র্যাব-৪ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর-১ নম্বরে বাগদাদ শপিং কমপ্লেক্সের একটি দোকানে অভিযান চালায়। এই দোকানের মালিক মো. আবুল হাশেম একজন অসাধু মোবাইল ব্যবসায়ী। তিনি সরকারের নির্ধারিত ভ্যাট ও ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধভাবে আমদানিকৃত অনিবন্ধিত, চোরাই ও নকল মোবাইল ফোনের যন্ত্রাংশ বিক্রির জন্য মজুদ করে রেখেছিলেন। শনিবার রাতে বিটিআরসির প্রতিনিধিসহ ওই দোকানে অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের মোট ১২৬টি অনিবন্ধিত ও নকল মোবাইল ফোন ও যন্ত্রাংশ যার দাম ১২ লাখ টাকাসহ উদ্ধার করা হয়। আটক করা হয় মো. আবুল হাশেমকে।
আটক আবুল হাশেমের বরাত দিয়ে র্যাব জানায়, আটক ব্যক্তি অনিবন্ধিত চোরাই মোবাইল ফোন ও ফোনের যন্ত্রাংশের অবৈধ ব্যবসার কথা স্বীকার করেছেন। অভিযানে বিটিআরসির প্রতিনিধি দল তাদের নিজস্ব সফটওয়ার ও সার্ভারের মাধ্যমে যাচাই করে ১২৬টি মোবাইল ফোন সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে চোরাইপথে আমদানি হয়েছে বলে জানায়।
আটক মো. আবুল হাশেমের বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন আইন ও বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৫ মে/এএ/ইএস)
সংবাদটি শেয়ার করুন
রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত
রাজধানী এর সর্বশেষ

প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে রাজধানীতে আ.লীগের আনন্দ মিছিল

গুলিস্তান থেকে সদরঘাট মেট্রোরেল করার ঘোষণা সরকারের

পাঁচ শতাধিক অবৈধ ঘর উচ্ছেদে ১২ বিঘা জমি দখলমুক্ত ডিএনসিসির

পাকিস্তান আমলে কৃষিবিদদের কোনো স্বীকৃতি ছিল না: মুক্তিযুদ্ধমন্ত্রী

শুধু কীটনাশক দিয়ে নয়, ডেঙ্গুকে সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে: মেয়র তাপস

নতুন ওয়ার্ডের উন্নয়ন কাজ শেষ হলে জলাবদ্ধতা দূর হবে, আশা মেয়র আতিকের

ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযান চলবে: মেয়র তাপস

আজ থেকে মেট্রোরেল চলবে রাত ৮টা পর্যন্ত

বাবা-মায়ের সঙ্গে অভিমান করে স্কুলছাত্রের আত্মহত্যা
