সাতক্ষীরায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ মে ২০২২, ১৩:৩৫| আপডেট : ১৬ মে ২০২২, ১৩:৩৯
অ- অ+

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদের পাশের একটি বাসা থেকে রোজিনা পারভীন (৩৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে তালাবদ্ধ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রোজিনা কালিগঞ্জ উপজেলার কাশেমপুর এলাকার মোহাম্মদ রায়হান আলীর মেয়ে ও ঝিনাইদহ জেলার কোটচাঁদ উপজেলার মোহরপুর গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী। গৃহবধূ তার স্বামীকে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে শফিকুল ইসলামের সঙ্গে রোজিনা পারভীনের বিয়ে হয়। বিয়ের পর থেকে ওই দম্পতি কালিগঞ্জ উপজেলা পরিষদের পাশে একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তবে বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। একপর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে পুলিশ তালাবদ্ধ ঘর থেকে রোজিনার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্বামী শফিকুল ইসলাম পলাতক রয়েছেন।

কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ জানানো হয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/১৬মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভেষজ পেয়ারা ক্যানসার ও ডায়াবেটিসের মোক্ষম দাওয়াই
বান্দরবানের রুমায় সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ দুইজন নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে বিআরটিএ’র নতুন নির্দেশনা জারি
যেসব এলাকায় আজ ১১ ঘণ্টা গ্যাস থাকবে না
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা