সাভারে চামড়া কারখানা থেকে শ্রমিকের লাশ উদ্ধার

সাভার (ঢাকা) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ মে ২০২২, ১৯:১০
অ- অ+

ঢাকার সাভারের হেমায়েতপুরে চামড়া শিল্প এলাকায় একটি ট্যানারি কারখানা থেকে বাপ্পি মিয়া (২৬) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে উপজেলার হরিণধারা এলাকার অবস্থিত এলআইবি ট্যানারিতে থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত বাপ্পির গ্রামের বাড়ি খুলনা জেলায় বলে জানা গেছে। তিনি ওই কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

ট্যানারি ফাঁড়ির উপ-পরিদর্শক জাহিদুল ইসলাম খান ঢাকা টাইমসকে বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি রবিবার রাতে নাইট শিফটে কাজ করার সময় কোন এক পর্যায়ে বাপ্পি বয়লারের ভেতর পড়ে যায়। পরে সকালের শিফটে কাজ করতে আসা শ্রমিকরা বয়লারের ভেতর তার মরদেহ দেখতে পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে নিহতের লাশ সেখান থেকে উদ্ধার করে। পরে কারখানা কর্তৃপক্ষ ফাঁড়িতে এসে বিষয়টি জানালে পুলিশ সকাল পৌনে ১২টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এ ব্যাপারে নিহতের পরিবারের অভিযোগেরভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/১৬মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা