রাণীনগরে বেশি দামে তেল বিক্রি করায় জরিমানা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ মে ২০২২, ১৭:৪৫
অ- অ+

নওগাঁর রাণীনগরে কেনা দামের চেয়ে কেজিতে ৩৫ টাকা বেশি দামে (খোলা) সয়াবিন তেল বিক্রির অপরাধে এক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও মূল্য তালিকা প্রদর্শন না করার কারণে আরেক প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার দুপুরে উপজেলার আবাদপুকুর বাজারে ভোক্তা অধিকারের নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হোসেন অভিযান চালিয়ে এই জরিমানা করেন।

এ সময় শামীম হোসেন বলেন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের (অতিরিক্ত সচিব) অর্পিত ক্ষমতাবলে দুপুরে ওই বাজারে অভিযান চালানো হয়।

অভিমান চলাকালে ওই বাজারের আকাশ স্টোরের মালিক (খোলা) সয়াবিন তেল ক্রয়ের ভাউচার অনুযায়ী ১৭৫ টাকা কেজিতে ক্রয় করেন। কিন্তু তিনি অতিরিক্ত মুনাফার লাভের আশায় ২১০ কেজিতে সেই খোলা তেল বিক্রি করছিলেন। এই জন্য ওই স্টোরের মালিক মোফাজ্জল হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। কেনা দামের চেয়ে কেজিতে ৫টাকা বেশি দামে ৪ ব্যারেল (খোলা) সয়াবিন তেল উপস্থিত সাধারণ ভোক্তাদের মাঝে বিক্রির নির্দেশ দেওয়া হয়।

তিনি আরও বলেন, এছাড়াও একই বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে সাথী স্টোরের মালিক শাহজাহান আলীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

অভিযানে উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুল মান্নান ও আবাদপুকুর পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৮মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভেষজ পেয়ারা ক্যানসার ও ডায়াবেটিসের মোক্ষম দাওয়াই
বান্দরবানের রুমায় সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ দুইজন নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে বিআরটিএ’র নতুন নির্দেশনা জারি
যেসব এলাকায় আজ ১১ ঘণ্টা গ্যাস থাকবে না
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা