তিন লাখ ইয়াবাসহ ১০ পাচারকারী আটক

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ মে ২০২২, ১৯:২৩ | প্রকাশিত : ১৯ মে ২০২২, ১৯:১৯

দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপ থেকে তিন লাখ ১০ হাজার ইয়াবাসহ ১০ মাদক পাচারকারীকে আটক করেছে নৌবাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার ভোরে উপজেলার সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপে অভিযানে ইয়াবাসহ এসব মাদক কারবারিদের আটক করা হয়।

আটকরা হলেন- শাহজালাল, ইলিয়াস, কালামিয়া, মো. রফিক, মোহাম্মদ রহিম, রবিউল ইসলাম, মোহাম্মদ ইব্রহিম, আবু বক্কর, জসিম উদ্দিন, রফিক উদ্দিন।

বানৌজা আলী হায়দার জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন মো. সোহেল আযম এই বিষয়ে সত্যতা নিশ্চিত করেন।

জানা যায়, বৃহস্পতিবার ভোরে মিয়ানমার থেকে বাংলাদেশে মাদক পাচারের খবরে সেন্টমার্টিন ছেঁড়া দ্বীপের সমুদ্র এলাকায় অবস্থান নেয় নৌ সদস্যরা। এসময় একটি মাছ ধরার ট্রলারের গতিবিধি সন্দেহজনক মনে হলে নৌ বাহিনীর সদস্যরা ট্রলারটিকে থামানোর সংকেত দেয়। কিন্তু নৌ সদস্যদের সংকেত উপেক্ষা করে পালিয়ে যাওয়ার সময় ট্রলারটি আটক করতে সক্ষম হয় নৌ বাহিনীর আভিযানিক দলটি। পরে তল্লাশি করে মাছ ধরার জালের ভেতর লুকানো অবস্থায় ৩ লাখ ১০ হাজার ইয়াবা জব্দসহ ১০ পাচারকারীকে আটক করে।

বানৌজা আলী হায়দার জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন মো. সোহেল আযম বলেন, জব্দকৃত ইয়াবা ও পাচার কাজে ব্যবহৃত ফিশিংবোট এবং আটক মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়।

(ঢাকাটাইমস/১৯মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :