বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা

বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা হয়েছে। “ডিজিটাল যুগে পরিমাপ” এ প্রতিপাদ্যে শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক ওজন ও পরিমাপের গুরুত্বের বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় বিএসটিআই ফরিদপুর কার্যালয়ের উপ-পরিচালক মফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায় ও বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মো. নজরুল ইসলাম। সভায় বিষয়ভিত্তিক আলোচনা করেন ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ-এর অধ্যক্ষ ড. মো. মিজানুর রহমান।
সভায় অন্যদের মধ্যে, বিএসটিআই ফরিদপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. ফিরোজ আহমেদ, সহকারী পরিচালক মিঠুন দাস, উর্দ্ধতন পরীক্ষক মো. আজিজুল হাকীমসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন বাণিজ্য প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
চতুর্থ শিল্পবিপ্লবের যুগে কায়িক পরিশ্রমের পরিবর্তে ডিজিটাল প্রযুক্তির স্বয়ংক্রিয় যন্ত্র ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এরই ধারাবাহিকতায় শিল্পকারখানায় উৎপাদিত পণ্যের সঠিক পরিমাপে ডিজিটাল প্রযু্ক্তির প্রয়োগ এখন সময়ের দাবি। এ ক্ষেত্রে ওজন ও পরিমাপের আন্তর্জাতিক পদ্ধতির একক দ্য ইন্টারন্যাশনাল সিস্টেম অব ইউনিটের (এসআই) ডিজিটাল প্রয়োগ ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও সেবা সহজীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে পণ্য উৎপাদন থেকে শুরু করে বাজার ও ভোক্তা পর্যায়ে পৌঁছানো এবং অনুমোদন প্রক্রিয়ার ধাপ কমিয়ে দ্রুত সেবা প্রদান করা সম্ভব হবে।
ডিজিটাল প্রযু্ক্তি ব্যবহারের ফলে শিল্পকারখানায় উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক বাজারে দেশীয় পণ্যের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। এ ছাড়া রপ্তানি বাণিজ্যের সম্প্রসারণের সঙ্গে সঙ্গে দেশের অর্থনীতিকেও সমৃদ্ধ করবে বলে সভায় বিষয়ভিত্তিক আলোচনায় উঠে আসে।
প্রসঙ্গত, ১৮৭৫ সালের ২০ মে ফ্রান্সের প্যারিসে পরিমাপ সম্পর্কিত “ মিটার করভেনশন” স্বাক্ষরিত হয়। এরপর থেকে সারাবিশ্ব দিবসটিকে পালন করে আসছে।
(ঢাকাটাইমস/২১মে/এআর)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সাঁথিয়ায় জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ১০

দাগনভূঞায় শিশু শিক্ষার্থীকে পাশবিক নির্যাতনের পর হত্যা

নড়াইলে ট্রলিচাপায় মাদ্রাসাছাত্র নিহত

মির্জাপুরে মাদক বিক্রি ও সেবনের অপরাধে একজনের সাজা

মৌলভীবাজারে মন্ত্রী শাহাবুদ্দিনের ত্রাণ তৎপরতা

নোয়াখালীতে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৪ সদস্য আটক

মোংলায় ট্যুরিস্ট পুলিশের স্বাস্থ্য সেবা ক্যাম্প

বন্যার্তদের পাশে প্রবাসীর দিগন্ত, দিল ত্রাণ ও নগদ অর্থ
