রাজধানীতে বিদেশি মদসহ ২ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ মে ২০২২, ০৯:৪৬
অ- অ+

রাজধানীর তেজগাঁওয়ে বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আটক মাদক ব্যবসায়ীরা হলেন মো. সাইফুল ইসলাম (২১) ও মো. জাহিদুল ইসলাম নাইম (২০)।

শনিবার রাতে র‌্যাব-১-এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার নোমান আহমদ এ তথ্য জানান।

নোমান আহমদ জানান, শনিবার রাত সাড়ে ৭টার দিকে র‌্যাব-১-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার পুরাতন এফডিসি রোডের রেলগেট সংলগ্ন আবাসিক এলাকায় দুজন ব্যক্তি বিদেশি মদ বিক্রির উদ্দেশ্যে মজুত রেখেছেন। এর পর র‌্যাব-১-এর দলটি সেখানে অভিযান চালিয়ে রাত ১০টার দিকে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ৯৫ বোতল বিদেশি মদ।

র‌্যাব পরিচালক আরও বলেন, ‘আটক ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে ঢাকার বিভিন্ন এলাকায় বিদেশি মদ বিক্রি করে আসছিল।’

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

(ঢাকাটাইমস/২২মে/এমআই/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা, ভাঙচুর
গোপালগঞ্জের ঘৃণ্য-বর্বর হামলার বিচার হবেই: অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি
আ.লীগের সারা দেশের নেতাকর্মীরা গোপালগঞ্জে ক্যান্টনমেন্ট বানিয়েছে: নাসিরউদ্দিন পাটোয়ারী
গোপালগঞ্জে ‘অবরুদ্ধ’ এনসিপির কেন্দ্রীয় নেতারা, সড়ক অবরোধ, গোলাগুলি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা