হজে যেতে খরচ বাড়ল আরও ৫৯ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ মে ২০২২, ১৫:৪৮| আপডেট : ২৬ মে ২০২২, ১৬:২৭
অ- অ+

সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় হজের খরচ বাড়ল আরও ৫৯ হাজার টাকা। সৌদি সরকারের মোয়াল্লেম খরচ বাড়ায় বাংলাদেশের হজযাত্রীদের এ খরচ বাড়ানো হয়েছে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ের নিজ দপ্তরে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান সাংবাদিকদের এ তথ্য জানান।

বাড়তি এই টাকা আগামী ৩০ মের মধ্যে জমা দিতে হবে বলে জানা গেছে। এটি হজের দুটি প্যাকেজের জন্যই প্রযোজ্য।

এ বছর হজে যাওয়ার দুটি প্যাকেজের মধ্যে সর্বনিম্ন ৪ লাখ ৬২ হাজার টাকা (প্যাকেজ-২) নির্ধারণ করা হয়েছিল। গত ১১ মে ধর্ম প্রতিমন্ত্রীর বক্তব্য মতে, অন্য প্যাকেজের (প্যাকেজ-১) খরচ ধরা হয় ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা।

১ নম্বর প্যাকেজের যাত্রীরা মসজিদুল হারামের ১০০০ মিটার দূরত্বের মধ্যে ভাড়া করা বাসায় থাকবেন। ২ নম্বর প্যাকেজের আওতায় হজযাত্রীরা মসজিদুল হারামের ১৫০০ মিটারের মধ্যে থাকতে পারবেন।

এ ছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে একটি প্যাকেজে খরচ ধরা হয়েছে ৪ লাখ ৫৬ হাজার ৬৩০ টাকা।

এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৮৫৬ জন হজে যেতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ২ হাজার ৬০৫ জন। বাকিরা বেসরকারি ব্যবস্থাপনায়।

(ঢাকাটাইমস/২৬মে/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কড়া বার্তা দিতেই ভাঙা হয়েছে ৩টি রিকশা, ক্ষতিপূরণসহ পুনর্বাসনের উদ্যোগ ডিএনসিসির
জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছিল: প্রেস সচিব
ভিটামিনের ঘাটতি পূরণে খাবারে ভিন্নতা আনতে হবে
ফরিদপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি আকাশ গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা