পারিবারিক ঘটনায় সাংগঠনিক শাস্তি আদেলুর রহমানের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ মে ২০২২, ০৮:৪৫| আপডেট : ২৭ মে ২০২২, ০৮:৫৫
অ- অ+
আশিক আহমেদ ও আদেলুর রহমান (বাঁ থেকে)

জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমানের সব দলীয় পদ এক মাসের জন্য স্থগিত করা হয়েছে।

সম্প্রতি দলটির সাবেক মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর ছেলে ও দলের যুগ্ম মহাসচিব আশিক আহমেদ‌কে মারধর করেন পার্টির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য আদেলুর রহমান। ওই ঘটনার শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে স্থগিত করা হলো পদ।

আশিক আহমেদ সম্পর্কে আদেলুর রহমানের বোনের সৎছেলে এবং সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে ওই মারধরের ঘটনা ঘটে। তবে ঘটনাটি পার্টি কার্যালয়ে ঘটেছিল।

গত ৯ মে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে আশিক আহমেদকে মারধর করেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আদেলুর রহমান। ওই ঘটনায় ১২ মে আদেলুরকে কারণ দর্শানোর নোটিশ দেন দলের মহাসচিব মো. মুজিবুল হক। তিন দিনের মধ্যে এর জবাব দিতে বলা হয়।

পার্টির দায়িত্বশীল সূত্রে জানা গেছে, নোটিসের জবাবে আদেলুর রহমান মারধরের কথা স্বীকার করেছেন। তিনি দুঃখও প্রকাশ করেছেন। কিন্তু দলীয় ‘শৃঙ্খলা’র স্বার্থে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। পার্টির চেয়ারম্যান জি এম কাদের এই শাস্তি অনুমোদন করেছেন।

তবে এ বিষয়ে দলের কেউ কথা বলতে রাজি হননি।

আহসান আদেলুর রহমান জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও কোষাধ্যক্ষ। তিনি জি এম কাদেরের ভাগিনা। আর আদেলুরের বোন মেহেজেবুন নেসা (টুম্পা) আশিকের সৎমা। ২০০৪ সালে জিয়াউদ্দিন বাবলুর প্রথম স্ত্রী মারা যান। ২০১৭ সালের ২১ এপ্রিল এরশাদের ভাগ্নি ও মেরিনা রহমানের মেয়ে মেহেজেবুন নেসাকে বিয়ে করেন বাবলু।

সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে আদেলুর রহমান মারধর করেন বলে জানিয়েছেন আশিক আহমেদ। এ ঘটনায় তিনি দলের কাছে বিচার চেয়েছিলেন।

(ঢাকাটাইমস/২৭মে/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হবিগঞ্জে ভুয়া চিকিৎসককে কারাদণ্ড 
ইস্টার্ন ইউনিভার্সিটি ও ড্যাফোডিল রেসপন্স সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
নতুন দেশ গড়ার ডাক দিয়ে রাজপথে নেমেছি: নাহিদ ইসলাম
বীরের রক্তস্রোত, মায়ের অশ্রুধারা যেন বৃথা না যায়: খালেদা জিয়া
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা