মাঙ্কিপক্সের বিস্তার নিয়ন্ত্রণ সম্ভব: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ মে ২০২২, ১১:০৭| আপডেট : ২৮ মে ২০২২, ১১:১২
অ- অ+

আফ্রিকার বাইরের দেশগুলোতে মাঙ্কিপক্সের বিস্তার নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক উর্ধ্বতন কর্মকর্তা। এ ছাড়া, মাঙ্কিপক্সের সংক্রামণ নিয়ন্ত্রণে আক্রান্ত এলাকাগুলোতে ভ্যাকসিন ও ওষুধ বণ্টনের জন্য কাজ করছে বলেও জানিয়েছে সংস্থাটি।

ডব্লিউএইচও-এর বৈশ্বিক সংক্রামক রোগ মোকাবেলার প্রস্তুতি বিষয়ক কর্মসূচির পরিচালক সিলভি ব্রায়ান্ড সংস্থাটির বার্ষিক এক সভায় বলেন, ‘‘আমরা মনে করি এখন আমরা সঠিক পদক্ষেপ নিতে পারলে মাক্সিপক্সকে সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব।’’

বিশ্বের ২০টিরও অধিক দেশে ২০০ জনের বেশি মানুষ মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে স্পেনেই প্রায় অর্ধেক রোগী রয়েছেন। দেশটিতে ৯৮ জন মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী রয়েছেন বলে জানিয়েছে দেশটির এক স্বাস্থ্য কর্মকর্তা।

মাঙ্কিপক্স নিয়ে সিলভি ব্রায়ান্ড জোর দিয়ে বলেন, মাঙ্কিপক্সের বিস্তার ঠেকানোর যথেষ্ট সুযোগ এখনও আছে। সাধারণ মানুষকে এখনই উদ্বিগ্ন না হওয়ারও আহ্বান জানিয়েছেন ব্রায়ান্ড। কারণ, এই ভাইরাসের বিস্তার অন্যান্য ভাইরাস, যেমন: করোনাভাইরাসের চেয়ে এখনও ধীর।

সংস্থাটির স্মলপক্স বিভাগের প্রধান রোসামুদ লুইস বলেছেন, কেস স্টাডি, কন্টাক্ট ট্রেসিং, বাড়িতে আইসোলেশনের মতো পদক্ষেপ নেওয়াই এখন হবে সবচেয়ে নিরাপত্তামূলক ব্যবস্থা।

(ঢাকাটাইমস/২৮মে/আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাংবাদিকদের কন্ঠরোধে ৩২টি আইন থাকলেও সুরক্ষায় কোনো আইন নেই: কাদের গনি চৌধুরী 
তৃণমূল জনগোষ্ঠীর উন্নয়নে আনসার ভিডিপির ‘প্রান্তিক শক্তি’ কর্মসূচি
আওয়ামী ষড়যন্ত্রকারীদের কোনো সুযোগ দেওয়া যাবে না: আমিনুল হক 
আ.লীগ দেশকে গোলামীর রাষ্ট্রে পরিণত করেছিল: মুফতি ফয়জুল করিম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা