জাতির পিতার হাত ধরেই দেশে সাংবাদিকতার অগ্রযাত্রা: বসুন্ধরা চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ৩০ মে ২০২২, ২১:৫৬ | প্রকাশিত : ৩০ মে ২০২২, ২১:৫০

দেশে সাংবাদিকতার অগ্রযাত্রায় জাতির পিতার অবদান অস্বীকার করা অন্যায় হবে বলে মন্তব্য করেছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। তিনি বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরেই এ দেশে সাংবাদিকতার অগ্রযাত্রা হয়েছে।’

সোমবার (৩০ মে) সন্ধ্যায় বসুন্ধরা গ্রুপ প্রবর্তিত ‘বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১’ প্রদান অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন দেশের অন্যতম এই শিল্পগ্রুপের চেয়ারম্যান। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এই অনুষ্ঠান হয়।

পদ্মা সেতুর কারণে দেশের জিডিপি ১ থেকে ২ শতাংশ বৃদ্ধি পাবে বলে জানিয়ে আহমেদ আকবর সোবহান বলেন, ‘দেশের ডলার পাচার না হলে এই দেশে ডলার রাখার জায়গা হবে না। বিদেশ থেকে টাকা আনার ব্যাপারে সরকার যে উদ্যোগ নিয়েছে সেটা সফল হবে।’

সাংবাদিকদের উদ্দেশ করে বসুন্ধরা চেয়ারম্যান বলেন, ‘শুধু খারাপটা লিখবেন না। করোনার দুই বছর কীভাবে পার করেছে সেটা শুধু ব্যবসায়ীরা জানেন। আর সবার প্রথমে ধন্যবাদ জানাতে হবে প্রধানমন্ত্রীকে, তিনি ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন।’

‘৬৪ জেলার ৬৪ সাংবাদিককে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের উদ্যোগে আমরা অ্যাওয়ার্ড দিতে পেরেছি। আপনার জানেন ২০১০ সালে আমরা মিডিয়ায় এসেছি। আমাদের পত্রিকার বাংলাদেশ প্রতিদিন লাখ লাখ কপি বিক্রি হয়েছে। আজকে সাংবাদিকতার যে অগ্রযাত্রা তা জাতির পিতা বঙ্গবন্ধুর হাত ধরে। তার অবদান অস্বীকার করা হবে অন্যায়।’ বলেন বসুন্ধরা চেয়ারম্যান।

আহমেদ আকবর সোবহান বলেন, ‘সব সরকারের বিরুদ্ধাচারণ মিডিয়ার ধর্ম। কিন্তু আমরা ২০১০ সালে সেটা কিছুটা পরিবরর্তন করেছি। আমি সিঙ্গাপুর গিয়েছি, সেখানে বাংলাদেশের নাম শুনলে নাক সিটকায়, এখন বাংলাদেশ শুনলে বলে ‘ওহ বাংলাদেশ’! এখন যে উন্নয়ন সেটাকে অস্বীকার করার কোনো উপায় নেই।’

বসুন্ধরা চেয়ারম্যান বলেন, ‘সাংবাদিকদের বলবো আপনারা সত্যকে সত্য বলেন, মিথ্যাকে মিথ্যা বলেন। আমরা আসার পর সাংবাদিকদের অনেক উন্নয়ন হয়েছে। আগামী বছর থেকে ২৫ জনকে বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড দেওয়া হবে। প্রত্যেককে দেওয়া হবে ১০ লাখ টাকা।’

‘ব্যবসায়ীদের বিরুদ্ধে যে নেতিবাচক মনোভবাব সেটা পরিহার করতে হবে। আগামীতে সিঙ্গাপুর মালয়েশিয়াকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ। এ ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর পরে যাদের ধন্যবাদ দিতে হবে তারা হলেন ব্যবসায়ীরা।‘ বলেন বসুন্ধরা চেয়ারম্যান।

দেশে প্রথমবারের মতো মিডিয়া অ্যাওয়ার্ড প্রবর্তন করেছে শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। সোমবার সন্ধ্যায় জমকালো আয়োজনে এই অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয় বিজয়ীদের হাতে। অনুসন্ধানী সাংবাদিকতায় দেশের বহুল আলোচিত এই অ্যাওয়ার্ডে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয় ১১ জনকে। এছাড়া মফস্বলে সাংবাদিকতার প্রসারে ভূমিকা রাখায় প্রতিটি জেলা থেকে একজন করে মোট ৬৪ জন গুণী সাংবাদিককে দেওয়া হয় বিশেষ সম্মাননা।

(ঢাকাটাইমস/এসআর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :