রাজধানীতে ‘দুর্ধর্ষ মাসুদ বাহিনীর’ প্রধানসহ গ্রেপ্তার ৪

জ্যেষ্ঠ প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ জুন ২০২২, ১৬:০০
অ- অ+

রাজধানীর শাহজাহানপুরে রেলওয়ে কলোনি এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই ও ডাকাতি করে আসছিল একটি চক্র। এই চক্রটির সদস্যরা পথচারী, রিকশাআরোহী, ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস এবং অটোরিকশার যাত্রীদের গতিরোধ করে। এরপর তাদেরকে ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়।

এসব অভিযোগে রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে দুর্ধর্ষ ‘মাসুদ বাহিনীর’ প্রধান মাসুদসহ চারজন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। এ সময় তাদের কাছ থেকে একটি লোহার রড, একটি চাপাতি, একটি চাকু, একটি সুইচ গিয়ার চাকু, তিনটি মোবাইল ফোন এবং নগদ এক হাজার ১৬০ টাকা জব্দ করা হয় বলে জানিয়েছে র‌্যাব।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. মাসুদ, তার সহযোগী মো. আমির হোসেন, মো. ভুট্টো ও মো. আরমান।

র‌্যাব জানায়, সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি বিশেষ দল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাহজাহানপুর থানার রেলওয়ে কলোনি এলাকায় অভিযান চালায়। অভিযানে মো. মাসুদসহ ডাকাত দলের চারজনকে গ্রেপ্তার করা হয়। সেখানে উপস্থিত স্বাক্ষীদের সামনে গ্রেপ্তার হওয়া আসামিদের শরীর তল্লাশি করে একটি লোহার রড, একটি চাপাতি, একটি চাকু, একটি সুইচ গিয়ার চাকু, তিনটি মোবাইল ফোন এবং নগদ এক হাজার ১৬০ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস ঢাকাটাইমসকে বলেন, গ্রেপ্তার মাসুদ বাহিনীর মূলহোতা মাসুদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে। এছাড়াও তার অন্যান্য সহযোগীদের বিরুদ্ধে অন্তত দুটি মামলা রয়েছে। তাদের সবার বিরুদ্ধে শাহজাহানপুর থানায় নতুন একটি মামলা করা হয়েছে।

গ্রেপ্তার মো. মাসুদের বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার সোম্ভুপুরা গ্রামে, মো. আমির হোসেনের পটুয়াখালী জেলার রাঙ্গাবালী থানার ফুলখালী গ্রামে, মো. ভুট্টোর নরসংদী জেলার পলাশ থানার ঘোড়াশাল গ্রামে এবং মো. আরমানের বাড়ি খুলনার জেলার সোনাডাঙ্গা থানার ময়লাপোথা এলাকায়।

(ঢাকাটাইমস/০৩জুন/এএ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডলারের দাম বাজারের ওপর ছেড়ে দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক
ডিবির অভিযানে ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আনছারুল করিম গ্রেপ্তার
সিরিয়ার প্রেসিডেন্ট আল-শারার সঙ্গে ট্রাম্পের বৈঠক 
প্রথমবার আইসিসির মাসসেরা হলেন মিরাজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা