এসপি জায়েদুল আলমের পদোন্নতিতে পাপ্পা গাজীর অভিনন্দন

অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) হিসেবে পদোন্নতি পাওয়ায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালক গাজী গোলাম মূর্তজা পাপ্পা।
মোহাম্মদ জায়েদুল আলমের দক্ষতা ও সততার প্রশংসা করেন এবং তার সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন তরুণ শিল্প উদ্যোক্তা গাজী গোলাম মূর্তজা পাপ্পা।
গত বৃহস্পতিবার (২ জুন) নারায়ণগঞ্জ পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম, পিপিএম (বার) অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) হিসেবে পদোন্নতি পেয়েছেন। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে ৭৩ জন কর্মকর্তার পদোন্নতি বিষয়ক পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়।
২০১৯ সালের ২৮ ডিসেম্বর নারায়ণগঞ্জে পুলিশ সুপার হয়ে যোগদান করেন মোহাম্মদ জায়েদুল আলম। চাকরি জীবনে তিনি অনেকগুলো পুরষ্কার পেয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য রাষ্ট্রপতি পুলিশ পদক দুই বার, আইজি ব্যাজ পাঁচ বার, জাতিসংঘ পদক ও শেরে বাংলা এ কে ফজলুল হক (আবুল কাশেম ফজলুল হক) পদক।
মোহাম্মদ জায়েদুল আলম এর নারায়ণগঞ্জে আসার পর থেকে প্রতিটি থানার আইন আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। এছাড়া প্রতিটি থানার অবকাঠামো উন্নয়ন, পুলিশ বাহিনীর সদস্যদের থাকার বাসস্থানের উন্নয়নসহ নারায়ণগঞ্জের প্রতিটি ফাঁড়িকে সুসজ্জিত ও আধুনিক ভাবে ব্যাপক পরিবর্তন আনেন তিনি।
(ঢাকাটাইমস/০৪ জুন/এএইচ)
সংবাদটি শেয়ার করুন
প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত
প্রশাসন এর সর্বশেষ

ডিএমপির দুই এসিকে বদলি

নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো হুমকি দেখছি না: আইজিপি

সারা দেশে ১৬১ প্লাটুন বিজিবি মোতায়েন

হরতাল: সারাদেশে র্যাবের ৪৪২টি টহল দল মোতায়েন

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব হলেন ড. ফরিদ উদ্দিন আহমদ

আরও দেড় বছর সৌদি রাষ্ট্রদূত থাকছেন জাবেদ পাটোয়ারী

সিনিয়র সচিব হলেন জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান

অবরোধ: দেশজুড়ে ১৫৯ প্লাটুন বিজিবি মোতায়েন

সর্বোচ্চ পদ নিয়ে বৃহস্পতিবার প্রকাশ হচ্ছে ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি
