খাদ্য সংকট তৈরি হলে কয়েক মিলিয়ন প্রাণহানির হুঁশিয়ার ইতালির

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ জুন ২০২২, ১৮:১৩
অ- অ+

বিশ্বে খাদ্য সংকট তৈরি হলে কয়েক মিলিয়ন মানুষ মারা যেতে পারে বলে হুঁশিয়ার করেছে ইতালি।

আলজাজিরা জানায়, ইউক্রেন-রাশিয়ার মধ্যকার যুদ্ধের কারণে বিশ্বে খাদ্য সংকট তীব্র আকার ধারণ করেছে। বর্তমানে ভোজ্যতেলসহ প্রয়োজনীয় সব খাবারের দাম ঊর্ধ্বমুখী। বিশেষভাবে, উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলোতে খাদ্য সংকট তীব্র আকার ধারণ করতে পারে।

রোমে অনুষ্ঠিত এক কনফারেন্সে ইতালির পররাষ্ট্রমন্ত্রী বলেন, রুশ সেনাদের অবরোধের কারণে ইউক্রেনের বন্দরগুলোতে প্রায় দশ মিলিয়ন টন খাদ্যশস্য আটকা পড়ে আছে। অবিলম্বে বন্দরগুলো থেকে রুশ সেনাদের অবরোধ না সরানো হলে খাদ্য সংকটে কয়েক মিলিয়ন মানুষ মারা যাবে।

তার মতে, বর্তমান পরিস্থিতি সমাধানের জন্য আগামী কয়েক সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ হবে।

তিনি আরও বলেন, ‘আমি স্পষ্টভাবে বলতে চাই, আমরা রাশিয়া থেকে স্পষ্ট এবং দৃঢ় সংকেত আশা করি কারণ কয়েক মিলিয়ন নারী, পুরুষ, শিশুর মৃত্যুর জন্য দায়ী হতে পারে ইউক্রেনের বন্দরগুলো অবরোধ করে রাখা।’

ইউক্রেন বিশ্বের অন্যতম বৃহত্তম গম, ভুট্টা, সূর্যমুখী তেল রপ্তানিকারক দেশ। কিন্তু গত ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়ার সামরিক অভিযান ও বন্দরগুলোতে অবরোধের কারণে বিশ্বের বহু দেশে খাদ্যশস্য রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে।

(ঢাকাটাইমস/০৮জুন/আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের সেরা ক্রিকেটার বিরাট কোহলি
পাবনায় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে ১৪ জন আটক
ব্রহ্মপুত্র নদে ভেসে উঠল নিখোঁজ ২ ভাইয়ের মরদেহ
তাপপ্রবাহ থেকে সুরক্ষিত থাকতে যেসব নির্দেশনা দিল স্বাস্থ্য অধিদপ্তর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা