খাদ্য সংকট তৈরি হলে কয়েক মিলিয়ন প্রাণহানির হুঁশিয়ার ইতালির

বিশ্বে খাদ্য সংকট তৈরি হলে কয়েক মিলিয়ন মানুষ মারা যেতে পারে বলে হুঁশিয়ার করেছে ইতালি।
আলজাজিরা জানায়, ইউক্রেন-রাশিয়ার মধ্যকার যুদ্ধের কারণে বিশ্বে খাদ্য সংকট তীব্র আকার ধারণ করেছে। বর্তমানে ভোজ্যতেলসহ প্রয়োজনীয় সব খাবারের দাম ঊর্ধ্বমুখী। বিশেষভাবে, উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলোতে খাদ্য সংকট তীব্র আকার ধারণ করতে পারে।
রোমে অনুষ্ঠিত এক কনফারেন্সে ইতালির পররাষ্ট্রমন্ত্রী বলেন, রুশ সেনাদের অবরোধের কারণে ইউক্রেনের বন্দরগুলোতে প্রায় দশ মিলিয়ন টন খাদ্যশস্য আটকা পড়ে আছে। অবিলম্বে বন্দরগুলো থেকে রুশ সেনাদের অবরোধ না সরানো হলে খাদ্য সংকটে কয়েক মিলিয়ন মানুষ মারা যাবে।
তার মতে, বর্তমান পরিস্থিতি সমাধানের জন্য আগামী কয়েক সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ হবে।
তিনি আরও বলেন, ‘আমি স্পষ্টভাবে বলতে চাই, আমরা রাশিয়া থেকে স্পষ্ট এবং দৃঢ় সংকেত আশা করি কারণ কয়েক মিলিয়ন নারী, পুরুষ, শিশুর মৃত্যুর জন্য দায়ী হতে পারে ইউক্রেনের বন্দরগুলো অবরোধ করে রাখা।’
ইউক্রেন বিশ্বের অন্যতম বৃহত্তম গম, ভুট্টা, সূর্যমুখী তেল রপ্তানিকারক দেশ। কিন্তু গত ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়ার সামরিক অভিযান ও বন্দরগুলোতে অবরোধের কারণে বিশ্বের বহু দেশে খাদ্যশস্য রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে।
(ঢাকাটাইমস/০৮জুন/আরআর)
সংবাদটি শেয়ার করুন
আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত
আন্তর্জাতিক এর সর্বশেষ

দুর্নীতির দায়ে সেনেগালের বিরোধী দলের নেতার দুই বছরের কারাদণ্ড

ইরান সীমান্তের কাছে সন্ত্রাসী হামলা, পাকিস্তানের ২ সেনা নিহত

ইউক্রেন আরও ৩০ কোটি ডলার সহায়তার প্রস্তাব পাশ করেছে যুক্তরাষ্ট্র

চীনের প্রতিরক্ষামন্ত্রীর আলোচনা প্রত্যাখান ‘দুর্ভাগ্যজনক’: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

সামরিক জোটের আধুনিকায়নে কাজ করছে যুক্তরাষ্ট্র ও জাপান

মলদোভায় শীর্ষ সম্মেলনে ইউরোপীয় নেতাদের সঙ্গে যোগ দিয়েছেন জেলেনস্কি

কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ ৩ জন নিহত

ডলার বাদ দিয়ে অভিন্ন মুদ্রা চালুর পক্ষে দক্ষিণ আমেরিকার দেশগুলো

তিন বছরের মধ্যে প্রথম চীন সফরে ইলন মাস্ক
