মির্জাপুরে মাদক বিক্রি ও সেবনের অপরাধে একজনের সাজা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ জুন ২০২২, ১৮:১৯
অ- অ+

টাঙ্গাইলের মির্জাপুরে মাদক বিক্রি ও সেবনের অপরাধে মিল্টন নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুল তাকে এই সাজা দেন। মিল্টন উপজেলার গোড়াই ইউনিয়নের দেওহাটা বাজারের ময়ছের নেংরা বলে জানা গেছে।

মির্জাপুর থানার দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. আইয়ূব খান জানান, দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মিল্টনকে মাদক সেবন অবস্থায় দেওহাটা বাজার এলাকা থেকে হাতেনাতে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের সাজা দেন। সাজাপ্রাপ্ত মিল্টনের নামে মাদক বিক্রি ও সেবনসহ একাধিক অপরাধে জড়িত থাকার অপরাধে মির্জাপুর থানাসহ বিভিন্ন স্থানে ১৪টি মামলা রয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুল জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

(ঢাকাটাইমস/২৫জুন/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা, ভাঙচুর
গোপালগঞ্জে ঘৃণ্য-বর্বর হামলাকারীদের বিচার হবেই: অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি
আ.লীগের সারা দেশের নেতাকর্মীরা গোপালগঞ্জে ক্যান্টনমেন্ট বানিয়েছে: নাসিরউদ্দিন পাটোয়ারী
গোপালগঞ্জে ‘অবরুদ্ধ’ এনসিপির কেন্দ্রীয় নেতারা, সড়ক অবরোধ, গোলাগুলি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা