সন্ধ্যায় কী সারপ্রাইজ দেবেন মিম? তবে কি...

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ জুন ২০২২, ১৬:৫৪
অ- অ+

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মিম। রবিবার সকালে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে তিনি জানান, ‘আজ সন্ধা ৭টায় আপনাদের একটা সারপ্রাইজ দিব।’ হঠাৎই তার এমন পোস্টে ভক্তমনে জন্ম নিয়েছে নানা কৌতুহল, জল্পনা আর প্রশ্ন।

কী সারপ্রাইজ দিতে চলেছেন মিম? নায়িকার পোস্টের নিচে কমেন্ট বক্সে অনেকে লিখেছেন, মিম হয়তো মা হতে চলেছেন। সেই সুখবরই তিনি জানাবেন সন্ধ্যায়। একই কথা অন্যরা ঘুরিয়ে লিখেছেন, নায়িকার সংসার আলো করে হয়তো নতুন সদস্য আসতে চলেছে।

কারও মন্তব্য, অভিনেত্রী হয়তো নতুন কোনো সিনেমার ঘোষণা দেবেন। কারও আবার ধারণা, আসছে ঈদে মিমের ‘পরাণ’ নামে একটি সিনেমা মুক্তি পাবে। সেটি নিয়েই হয়তো কোনো চমকের কথা বলবেন। নায়িকার অনুরাগীদের প্রত্যাশা, সাইরপ্রাইজ যা-ই হোক, সেটি যেন মিষ্টি হয়। এখন মিম কী সারপ্রাইজে দেন সেটাই দেখার।

এর আগে গত ১০ নভেম্বর একই ভাবে ফেসবুকে একটি পোস্ট দিয়ে মিম জানিয়েছিলেন, সন্ধ্যায় তিনি সারপ্রাইজ দেবেন। সেদিন ছিল মিমের জন্মদিন। ওইদিন বিকাল গড়িয়ে সন্ধ্যা হতেই জানা যায়, দীর্ঘদিনের প্রেমিক সনি পোদ্দারের সঙ্গে তার আংটি বদল হয়ে গেছে।

অর্থাৎ, জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষটির সঙ্গে সকলকে পরিচয় করিয়ে দিতে চেয়েছিলেন ‘তাঁরকাটা’ সিনেমার নায়িকা। সেটিই ছিল মিমের জন্মদিনের সারপ্রাইজ। ফের অভিনেত্রীর ফেসবুক পেজে একই ধরনের পোস্ট। এবার তিনি কী সারপ্রাইজে দেবেন, আপাতত সেই অপেক্ষায় তার ভক্তরা।

(ঢাকাটাইমস/২৬ জুন/এলএম/এএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘সহযোদ্ধা’ ও ‘জাস্টিস ফর কমরেডস’–এর সদস্যরা জড়ালেন ডাকাতিতে!
সোমবার যাত্রাবাড়ীতে পালিত হবে ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে ২০২৫’
জুলাই গণঅভ্যুত্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান ৫০ শতাংশ: ভিসি আমানুল্লাহ
পাকিস্তানকে বিধ্বস্ত করে সিরিজ শুরু বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা