বন্যার্তদের পাশে এফবিসিসিআই

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ জুন ২০২২, ২০:৪০
অ- অ+

সিলেট ও সুনামগঞ্জে সাম্প্রতিক বন্যায় দুর্দশাগ্রস্ত মানুষের জন্য ত্রাণ সহায়তা পাঠিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

দুই জেলায় পাঠানো ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চিড়া, গুড় ও অন্যান্য শুকনো খাবার, লবন, বিশুদ্ধ পানি, ওরস্যালাইন, মোমবাতি ও দিয়াশলাই। রবিবার সুনামগঞ্জ চেম্বারের নেতারা এফবিসিসিআইয়ের ত্রাণ বিতরণ শুরু করেছেন। অন্যদিকে সোমবার থেকে বিতরণ কার্যক্রম শুরু করবে সিলেট চেম্বার অব কমার্স।

বন্যা কবলিত মানুষের প্রতি সহমর্মীতা প্রকাশ করে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সিলেট ও সুনামগঞ্জের দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন ব্যবসায়ীরা। বন্যা কবলিত অন্যান্য জেলার পরিস্থিতির অবনতি হলে একইভাবে সহায়তা পাঠানো হবে বলে জানান সভাপতি।

এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু জানান, করোনা মহামারি নিয়ন্ত্রণে এর আগে জেলা চেম্বারগুলোর মাধ্যমে দেশব্যাপী ফেসমাস্ক, অক্সিজেন সিলিন্ডার, হাই-ফ্লো অক্সিজেন ক্যানুলাসহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী বিতরণ করেছে এফিবিসিসিআই। ভবিষ্যতেও যেকোনো সংকটে সরকারের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন তিনি।

বন্যা কবলিত মানুষের দুর্ভোগ লাঘবে দেশের সব ব্যবসায়ীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে এফবিসিসিআই।

(ঢাকাটাইমস/২৬জুন/বিএস/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্বের ৪০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৫৭তম উত্তরা ইউনিভার্সিটি
লঙ্কানদের মাটিতে ইতিহাস গড়া জয় টাইগারদের
গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ভুয়া তথ্য ও ছবি ছড়াচ্ছে আ.লীগ: প্রেস উইং
গোপালগঞ্জে কড়াকড়ি কারফিউ চলছে, আজ সন্ধ্যা পর্যন্ত বলবৎ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা