প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পূবালী ব্যাংকের ১০ কোটি টাকা অনুদান

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পূবালী ব্যাংক লিমিটেড দেশের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থদের সহায়তায় মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ১০ কোটি টাকার অনুদান প্রদান করেছে।
গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের হাতে অনুদানের চেক তুলে দেন পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুরুর রহমান।
এসময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শফিউল আলম খান চৌধুরী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পূবালী ব্যাংক শুধু মুনাফা অর্জন করার জন্যই ব্যবসা করেনা, সমাজের প্রতি দায়বদ্ধতাও রয়েছে। এই দায়বদ্ধতা থেকেই প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে বন্যাদুর্গতদের জন্য ১০ কোটি টাকার অনুদান প্রদান করেছে।
পূবালী ব্যাংক লিমিটেড অতীতেও দেশের যে কোন জাতীয় দুর্যোগ মোকাবেলায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করে এসেছে। -বিজ্ঞপ্তি
(ঢাকাটাইমস/২৭জুন/এসকেএস)

মন্তব্য করুন