সাগর রক্ষায় বিশ্বনেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

রনি মোহাম্মদ (লিসবন পর্তুগাল), ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ জুলাই ২০২২, ১৯:৩৩| আপডেট : ০১ জুলাই ২০২২, ১৯:৪৪
অ- অ+

জলবায়ু পরিবর্তনের প্রভাবে হুমকির মুখে থাকা মহাসাগরগুলো রক্ষায় বিশ্বনেতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

মহাসমুদ্র রক্ষায় কার্যকর পদক্ষেপ নেয়ার লক্ষে পর্তুগালের রাজধানী লিসবনে চলমান জাতিসংঘ ২য় মহাসাগর সম্মেলনে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

বৃহস্পতিবার সম্মেলনের চতুর্থ দিন পররাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক সমুদ্র দূষণ প্রতিরোধ এবং সমুদ্র সম্পদ রক্ষায় বাংলাদেশের অবস্থান তুলে ধরেন। এসময় তিনি সাগর রক্ষায় বিশ্বনেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

মোমেন তার বক্তব্যে বলেন, পরিবেশ বিপর্যয় এবং সমুদ্র দূষণের কারণে উপকূলবর্তী দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশের আবহাওয়ার ওপর এর বড় প্রভাব পড়েছে। সমুদ্র সম্পদ রক্ষার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বাংলাদেশ সরকার দেশের সমুদ্র সীমার অর্থনৈতিক জোনের ৮ দশমিক ৮ সংরক্ষিত এলাকায় সংরক্ষিত হিসেবে চিহ্নিত করেছে।

সোমবার রাজধানী লিসবনের আলটিস এরেনায় জাতিসংঘ ২য় মহাসাগর সম্মেলন শুরু হয়। শুক্রবার সন্মেলনের মূল আলোচনায় জাতিসংঘ মহাসচিবসহ বক্তব্য রাখেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রের উচ্চতা বৃদ্ধিসহ ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস বা সাইক্লোনের মতো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের বিষয় উঠে আসে বিশ্বনেতাদের আলোচনায়।

এসময় ছোট ছোট দ্বীপ বা উপকূলীয় শহরের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা জানানো হয়। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সাগর রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব।

এছাড়া মহাসাগর সন্মলনের উদ্বোধনী দিনের অনুষ্ঠানে অংশ নেন পর্তুগালের রাষ্ট্রপতি মার্সেলো রেবেলো ডি সউজা, কেনিয়ার প্রেসিডেন্টসহ বিভিন্ন দেশের সরকারের প্রতিনিধিরা।

গত সোমবার শুরু হওয়া পাঁচ দিনের এ সম্মেলনের পর্দা নামবে শুক্রবার। সম্মেলনে সমুদ্র ও সামুদ্রিক সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ চুক্তি হওয়ারও কথা রয়েছে।

(ঢাকাটাইমস/০১জুলাই/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
পরীক্ষায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের অতিরিক্ত সময় দিবে জাতীয় বিশ্ববিদ্যালয়
বাজারে বেড়েছে সবজি, মুরগির দাম
সিরাজগঞ্জে মোটরসাইকেল সংঘর্ষে ২ জনের মৃত্যু 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা