রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার জন্য মিয়ানমারের সরকারের প্রতি চীনের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ জুলাই ২০২২, ১২:৪৬
অ- অ+

মিয়ানমারের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার জন্য জান্তা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

২০২১ সালে নোবেল বিজয়ী অং সাং সুচিকে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুতির পর প্রথমবারের মতো চীনা পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমার সফর করছেন।

বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, তার দেশ মিয়ানমারের সব রাজনৈতিক দলের মধ্যে যৌক্তিক আলোচনা এবং রাজনৈতিক সংকট উত্তরণের চেষ্টা প্রত্যাশা করে।

এ ছাড়া, মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীকে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার রাজনৈতিক এবং সামাজিকভাবে শক্তিশালী হবে, তার দেশ তা আশা করে।

চলতি সপ্তাহের শনিবার মিয়ানমারে পৌঁছান চীনা পররাষ্ট্রমন্ত্রী।

গতকাল রবিবার ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মধ্যাঞ্চলীয় বাগান শহরে ল্যানকং-মেকং কোঅপারেশন গ্রুপের সঙ্গে বৈঠক করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে ক্যাম্বোডিয়া, থাইল্যান্ড, লাওস এবং ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত ছিলেন।

এই বৈঠক নিয়ে গত শুক্রবার মিয়ানমারের রাজধানী নাইপিদোয় সংবাদ সম্মেলন করেন দেশটির সামরিক জান্তার মুখপাত্র মেজর জেনারেল জাওয়া মিনতুন। তিনি বলেন, এই বৈঠকে এসব পররাষ্ট্রমন্ত্রীর যোগ দেওয়ার অর্থ হলো মিয়ানমারের সার্বভৌমত্ব ও এর সরকারের বৈধতা স্বীকার করা।

অং সান সুচিকে ক্ষমতাচ্যুতের পর পশ্চিমা বিশ্বের সঙ্গে মিয়ানমারের সম্পর্কের অবনতি হয়। পরে দেশটি চীন ও রাশিয়ার দিকে বেশি ঝুঁকে পড়ে।

গত এপ্রিলে, বেইজিংয়ের পক্ষ থেকে বলা হয়, মিয়ানমারের সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখতে সাহায্য করবে।

(ঢাকাটাইমস/০৪জুলাই/আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষা কেন্দ্রে দুই শিক্ষার্থী 
স্পেনে গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন লিভারপুল তারকা দিয়োগো জোতা
নির্বাচন সামনে রেখে টেলিকম নীতিমালা প্রণয়ন সমীচীন নয়: মির্জা ফখরুল 
Navigating Complexity: The Role of Chaos Theory in Management Education
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা