নুপুর শর্মাকে নিয়ে আক্রমণাত্মক মন্তব্যের জেরে আজমির শরিফের খাদেম আটক

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ জুলাই ২০২২, ১২:৩৯
অ- অ+

নবীজীকে কটূক্তিকারী নুপুর শর্মার মাথার বিনিময়ে নিজের বাড়ি দেওয়ার ঘোষণা দিয়ে সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টের শঙ্কায় রাজস্থানের আজমির শরিফ দরগার এক খাদেমকে করেছে রাজস্থান পুলিশ।

এনডিটিভি জানায়, সম্প্রতি টেলিভিশনে নবীজীকে নিয়ে নুপুর শর্মা কটূক্তি করেন। তার এ মন্তব্যের জেরে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে কড়া প্রতিক্রিয়া হয়। পরে নুপুর শর্মাকে সাময়িক বরখাস্ত করে বিজেপি।

আজমির দরগার খাদেম সালমান চিশতী একটি ভিডিও প্রচার করেন। ভিডিওতে নুপুর শর্মার মাথার বিনিময়ে নিজের বাড়ি দেওয়ার ঘোষণা দেন। ওই ভিডিও প্রচার হলে সোমবার রাতেই রাজস্থান পুলিশের নিকট একটি অভিযোগ দায়ের করা হয়। তারপরই তাকে আটক করে রাজস্থান পুলিশ।

তবে ওই ভিডিওর সত্যতা নিশ্চিত করতে পারেনি বলে জানিয়েছে এনডিটিভি।

পিটিআই এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে জানায়, আটক খাদেমের বিরুদ্ধে অতীতে অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

আজমির দরগাহ দেওয়ান জয়নুল আবেদিন আলী খান ভিডিওটির নিন্দা জানিয়েছেন। নুপূর শর্মাকে নিয়ে খাদেমের ভিডিওটি দরগাহর পক্ষ থেকে পাঠানো কোনো বার্তা নয় বলেও যোগ করেন তিনি।

সম্প্রতি নুপুর শর্মার বক্তব্যের জেরে কানইয়া লাল নামে এক হিন্দু দর্জিকে গলা কেটে হত্যা করা হয়। তারপর থেকে রাজস্থানে চাপা উত্তেজনা বিরাজ করছে। যেকোনো মুহূর্তে সংঘাত সৃষ্টির শঙ্কায় সতর্ক অবস্থায় রয়েছে রাজস্থান পুলিশ।

(ঢাকাটাইমস/০৬জুলাই/ আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রামপুরায় পরিত্যক্ত অবস্থায় ব্যাগে মোড়ানো তিনটি অস্ত্র ও বিপুল গুলি উদ্ধার
ডিজিটাল রূপান্তরে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা
এনসিপির যুব শাখা ‘জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশ, আহ্বায়ক তরিকুল
করিডোর নয়, আপনাদের দায়িত্ব হচ্ছে অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া: ফারুক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা