পুলিশ অধিদপ্তরে সাত ডিআইজিকে পদায়ন, কে কোন দায়িত্বে

জ্যেষ্ঠ প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ জুলাই ২০২২, ১৮:৪০| আপডেট : ১৪ জুলাই ২০২২, ১৯:৪৫
অ- অ+

পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার সাত কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার ড. বেনজীর আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।

তাদের মধ্যে ডিআইজি খন্দকার লুৎফুল কবিরকে পুলিশ সদরদপ্তরের প্রশাসন, মো. তওফিক মাহমুদ চৌধুরীকে পুলিশ সদরদপ্তরের লজিস্টিক বিভাগে, মো. আমিনুল ইসলামকে পুলিশ সদরদপ্তরের অডিট অ্যান্ড ইন্সপেকশন বিভাগে, মো. মাহবুবুর রহমান ভূইয়াকে পুলিশ সদরদপ্তরের ফিন্যান্স বিভাগে, মো. রুহুল আমিনকে পুলিশ সদরদপ্তরের ডেভেলপমেন্ট বিভাগে, কাজী জিয়া উদ্দিনকে পুলিশ সদরদপ্তরের হিউম্যান রির্সোস বিভাগে এবং এস. এম মোস্তাক আহমেদ খানকে পুলিশ সদরদপ্তরে পদায়ন করা হয়েছে।

এর আগে বুধবার পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৩৮ কর্মকর্তাকে পদায়ন করেছে সরকার। একইদিন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা প্রধানের (ডিবি) দায়িত্ব দেওয়া হয় ডিআইজি হারুন অর রশিদকে।

(ঢাকাটাইমস/১৪জুলাই/এসএস/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা