প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকীর নিয়োগ চুক্তি বাতিল, কী কারণ?

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৫ জুলাই ২০২২, ০৮:০৬| আপডেট : ১৫ জুলাই ২০২২, ০৮:১৩
অ- অ+

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব পদে মু. আশরাফ সিদ্দিকী বিটুর নিয়োগ বাতিল করা হয়েছে। তার আবেদনের প্রেক্ষিতে এ নিয়োগ চক্তি বাতিল করা হয় বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব পদে নিয়োজিত মু. আশরাফ সিদ্দিকীর (বিটু) আবেদনের পরিপ্রেক্ষিতে তার চুক্তিভিত্তিক নিয়োগ ২১ জুলাই ২০২২ থেকে বাতিল করা হলো।

২১ জুলাই থেকে এ বাতিল আদেশ কার্যকর হবে বলে জানা গেছে।

তবে কী কারণে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এই চাকরি ছাড়লেন আশরাফ সিদ্দিকী, তা জানা যায়নি।

২০১৭ সালে প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইংয়ে সহকারী প্রেস সচিব পদে নিয়োগ পেয়েছিলেন আশরাফ সিদ্দিকী। ২০২১ সালে তার চুক্তির মেয়াদ তিন বছর বাড়ানো হয়েছিল।

(ঢাকা টাইমস/১৫জুলাই/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের তহবিল ঘাটতি মোকাবিলার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার
জুলাই আন্দোলনের স্পিরিট ধরে রাখতে হবে: ড. মঈন খান
সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ জায়গায় রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে: আসিফ মাহমুদ 
আ.লীগ সরকারের করা বন্দি বিনিময় চুক্তিতেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব: দুদক চেয়ারম্যান 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা