তারা কি নিজেদের কাজটা ঠিকমতো করছেন?

মঙ্গলবার দিবাগত রাতে খুলনায় আমার ছোট ভাইয়ের বাসায় চুরি হয়েছে। চোর তার মোবাইল ফোন, মানিব্যাগ, চার্জার, ব্যাংকের এটিএম কার্ডসহ অনেক জিনিসপত্র নিয়ে গেছে। সকালে আমাকে ফোনে বিষয়টি জানানোর পর তাকে খালিশপুর থানায় যাওয়ার পরামর্শ দিলাম।
এরপর খালিশপুর থানার ওসিকে আমার পরিচয় দিয়ে ঘটনাটি খুলে বললাম। ওসি বললেন, ‘আপনার ভাইকে আমার কাছে পাঠান দেখি কী করা যায়।’
ছোট ভাই তখনই খালিশপুর থানায় গিয়ে ওসির সঙ্গে দেখা করে। ওসি তাকে বললেন, ‘আমি দেখছি বিষয়টি কীভাবে হয়েছে, কারা করেছে ইত্যাদি। তবে যেহেতু আপনার এটিএম কার্ড, মোবাইল ফোন নিয়ে গেছে, তাই আপনি একটি জিডি করুন। তবে জিডির কোথাও চুরি কথাটি লিখবেন না।’
আইনের দৃষ্টিতে এটা আসলে কী?
অনেক সময় অনেকেই অভিযোগ করেন, তার মোবাইল ফোন ছিনতাই হয়েছে, পুলিশ মামলা নেয়নি। জিডি করতে বলেন। অনেক বাসাবাড়িতে চুরি হয়, ডাকাতি হয়। কিন্তু পুলিশ মামলা নিতে চায় না।
এটা কেন করে পুলিশ? এসব ঘটনায় তো অপরাধীরা অপরাধ করতে আরো উৎসাহ পায়। মামলা না নেওয়ার অভিযোগে কোনো পুলিশ কর্মকর্তা কি কখনো শাস্তির মুখোমুখি হয়েছেন? এমন ক্ষেত্রে কী শাস্তির বিধান আছে পুলিশ বাহিনীতে?
সাংবাদিকতা পেশার কারণে প্রায় প্রতিদিন খবর পাই পুলিশ কাউকে হাসপাতালে ভর্তি করেছে, কারো লাশ দাফন করেছে, কারো বাসায় খাবার পৌঁছে দিয়েছে, কারো জমির ধান কেটে বাড়িতে এনে দিয়েছে ইত্যাদি। এসব দেখে ভালো লাগে, সাধারণ মানুষের মধ্যেও ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হয় পুলিশের প্রতি।
তবে পুলিশের আসল কাজটা কী?
পুলিশ দেশের আইনশৃঙ্খলা রক্ষা করবে, আদালতের পরোয়ানা তামিল করবে, অপরাধীদের গ্রেপ্তার করবে, সাধারণ মানুষ কোন অভিযোগ নিয়ে গেলে সেটা মনোযোগ দিয়ে শুনবে, তাদের অভিযোগ আমলে নিয়ে সেটা তদন্ত করবে, মামলা রেকর্ড করবে, মামলার তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করবে। মোটা এসবই পুলিশের কাজ।
তাহলে কেউ চুরি-ছিনতাইয়ের শিকার হলে পুলিশ কেন মামলা নিতে আগ্রহ দেখায় না?
কয়েক দিন আগে কুমিল্লা থেকে আমার এক বন্ধু ফোনে আমাকে জানাল, তার ছোট ভাই শাহিনকে তাদের এলাকার মানুষ মারধর করেছে। শাহিন তখন বড়ুরা থানায় ৯৯৯ এ ফোন করে অভিযোগ করলেও পুলিশ ঘটনাস্থলে যায়নি। তাহলে পুলিশের কাজটা কী?
কারো জমি দখল করলে পুলিশ বলে আদালতে যান, কেউ টাকা আত্মসাতের অভিযোগ নিয়ে গেলে পুলিশ বলে আদালতে যান, আর আদালতে গেলে ঘুরো বছরের পর বছর। পাওয়া যাবে তারিখের পর তারিখ।
কেউ কিছু বললেই পুলিশ তাদের সীমাবদ্ধতার কথা বলে, আদালতে গেলে আদালত তাদের লোকবলের সীমাবদ্ধতার কথা বলে, সরকারি কোনো অফিসে গেলে কোনো সেবা ঠিকমতো পাওয়া যায় না। সেখানেও তারা তাদের নানা ধরনের সীমাবদ্ধতার কথা বলে। তাহলে যতটুকু লোকবল আছে সেটা নিয়ে কি তারা নিজেদের কাজটা ঠিকমতো করছেন?
লেখক: জ্যেষ্ঠ অপরাধ বিষয়ক প্রতিবেদক।
সংবাদটি শেয়ার করুন
মুক্তমত বিভাগের সর্বাধিক পঠিত
মুক্তমত এর সর্বশেষ

জ্ঞান অর্জনে বই পড়ার বিকল্প নেই

আসুন মাতৃভাষার মর্যাদা রক্ষা করি

অস্তিত্ব রক্ষার স্বার্থে বৃক্ষ নিধন রোধ করুন, বৃক্ষ রোপণ করুন

প্রসঙ্গ ডিএনসিসির ‘হিট’ অফিসার: পুরুষতন্ত্রের সংস্কৃতিতে নারীকে পণ্য করে দেখার অভিপ্রায়

একটি উন্নত কুমিল্লার জন্য

‘আমার সংসার আছে’ নারীর দায়িত্ব অবহেলার যুক্তি নয়

মুক্তিযুদ্ধে শ্রীমতি ইন্দিরা গান্ধীর অবদান এবং শেখ হাসিনার প্রতি তাঁর মাতৃসুলভ দৃষ্টি!

ভালো ঘুম দীর্ঘ জীবন

৭ই মার্চের ভাষণ: ঐতিহাসিক রাজনৈতিক যাত্রার এক আবেগময় প্রক্ষেপন!
