এনআরবি ব্যাংকের ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

এনআরবি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমানের সভাপতিত্বে ব্যাংকের ৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ঢাকাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ৯তম বার্ষিক সাধারণ সভায় ২০২১ সালের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়।
ব্যাংকের ভাইস চেয়ারম্যান থাতেইয়ামা কবির, নির্বাহী কমিটির চেয়ারম্যান আলী আহমেদ, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন, অডিট কমিটির চেয়ারম্যান মো. মতিউর রহমানসহ অন্যান্য পরিচালক ও শেয়ারহোল্ডাররা, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মামুন মাহমুদ শাহ এবং উপদেষ্টা মো. মুখতার হোসেন উপস্থিত ছিলেন।
করোনা ভাইরাসের জন্য কিছু পরিচালক ও শেয়ারহোল্ডাররা যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে স্বশরীরে এবং অন্যান্যরা অনলাইনে অংশগ্রহণ করেন।
(ঢাকাটাইমস/২৩জুলাই/এসকেএস)

মন্তব্য করুন