শেরপুরে বিএডিসির কর্মকর্তার বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ আগস্ট ২০২২, ২১:৪৬
অ- অ+

শেরপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) হিমাগারের উপ-পরিচালক (বীজ আলু) খলিলুর রহমানের বিরুদ্ধে এক কিশোরকে (১৩) বলাৎকারের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় গত ১ আগস্ট ওই কিশোরের পিতা বাদী হয়ে সদর থানায় মামলা করেছেন। ২ আগস্ট জেলা সদর হাসপাতালে ওই কিশোরের ডাক্তারি পরীক্ষা ও আদালতে ২২ ধারার জবানবন্দি গ্রহণ সম্পন্ন হয়েছে।

এদিকে ওই কর্মকর্তা সতর্কতার সাথে অফিস করলেও বুধবার অফিসে না এসে গা ঢাকা দিয়েছেন।

খলিলুর রহমান ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার ছলিমপুর গ্রামের বাসিন্দা।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০-২৫ দিন আগে শহরের শেরীব্রিজ সংলগ্ন বিএডিসি (আলু বীজ) হিমাগারের শ্রমিক সর্দার শরাফত আলীর মাধ্যমে উপপরিচালক খলিলুর রহমানের কোয়ার্টারে কাজের ছেলে হিসেবে কার্ম শুরু করে সদর উপজেলার পূর্ব মনকান্দা গ্রামের দরিদ্র পরিবারের ওই কিশোর। এরপর উপ-পরিচালক খলিলুর রহমান নানা প্রলোভনে ওই কিশোরকে বলাৎকার করে। সেই সাথে বিষয়টি প্রকাশ না করতে ভয় দেখায়।

এ নিয়ে বলাৎকারের শিকার কিশোর তার মা-বাবাকে বিষয়টি না জানালেও মন খারাপ করে থাকত। ওই অবস্থায় গত ১ আগস্ট সকাল ১০টায় ওই কিশোর কাজে যাওয়ার পর উপপরিচালক খলিল কোয়ার্টারের দ্বিতীয় তলায় তার বসবাসের কক্ষে নিয়ে যায়। পরে বিভিন্ন লোভ ও ভয় দেখিয়ে খাটের উপর শুইয়ে তার পরনের প্যান্ট খুলে বলাৎকার করে।

পরে কিশোর কান্নাকাটি করতে করতে কোয়ার্টার থেকে বের হয়। এ সময় অফিসের স্টাফ ও অফিসে যাতায়াতকারী লোকজন তাকে জিজ্ঞাসাবাদ করলে সে ওই ঘটনা ফাঁস করে দেয়। পরে খবর পেয়ে তার বাবা ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানতে পান। ওই দিনই কিশোর পুত্রকে নিয়ে থানায় গিয়ে উপপরিচালক খলিলকে একমাত্র আসামি করে লিখিত অভিযোগ করেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে থানায় নিয়মিত মামলা করেন।

এদিকে ঘটনার বিষয়ে জানতে বিএডিসির উপপরিচালক খলিলের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

বুধবার রাতে জেলা সদর হাসপাতালের আরএমও ডা. খাইরুল কবীর সুমন জানান, ওই কিশোরের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

এ সময় তিনি পরীক্ষার বিষয়ে কোন মতামত না দিয়ে জানান, রিপোর্ট দিতে ৪-৫ দিন সময় লাগবে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানার সেকেন্ড অফিসার এসআই সুমন দেবনাথ জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি ভিকটিমের পরিধেয় প্যান্ট-শার্টসহ কিছু আলামত জব্দ করা হয়েছে। সেগুলো পরীক্ষার জন্য ফরেনসিক বিভাগে পাঠানো হচ্ছে। এছাড়া মামলার কিছু গুরুত্বপূর্ণ সাক্ষীরও জবানবন্দি গ্রহণের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

(ঢাকাটাইমস/০৩আগস্ট/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা