অতিরিক্ত সময়ে শিরোপা হারাল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ আগস্ট ২০২২, ২২:৪২
অ- অ+

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশীপের চ্যাম্পিয়ন নির্ধারণী ম্যাচে অতিরিক্ত সময়ে ৬ মিনিটের মধ্যে ৩ গোল দিয়ে ৫-২ গোলে চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

শুক্রবারের খেলার নির্ধারিত সময়ে ২-২ স্কোরলাইন ছিল। নির্ধারিত সময়ে অসাধারণ খেললেও অতিরিক্ত সময়ে একই ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হয় বাংলাদেশি ফুটবলাররা।

ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে লিড নেয় বাংলাদেশি ফুটবলাররা। ম্যাচের ৪৭ মিনিটে বক্সের ঠিক ভেতর থেকে শট দিয়ে গোল করেন বাংলাদেশ ডিফেন্ডার। এরপর ৫৯ মিনিটে ম্যাচে সমতায় ফেরে ভারত।

অতিরিক্ত সময়ের ৯১ মিনিটে তৃতীয় গোল হজম করে বাংলাদেশ। চার মিনিট পরেই ৪-২ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। ম্যাচের ৯৮ মিনিটে বক্সের অনেক বাইরে থেকে শটে ৫ম গোল দেয় ভারত। আর এর মাধ্যমেই গ্রুপ পর্বে দারুন খেলা বাংলাদেশ চ্যাম্পিয়ন থেকে বঞ্চিত হয়।

(ঢাকাটাইমস/৫আগস্ট/আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদকবিরোধী অভিযানের নামে লুটপাট, সাবেক ডিবিপ্রধান হারুনের ভাইসহ তিন কর্মকর্তা বরখাস্ত
গোলাম দস্তগীর পরিবারের ৩০ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ
সিটি কলেজে অনিয়ম তদন্তে ‘বাধা দিতেই’ কিচ্ছা-কাহিনী নির্ভর সংবাদ সম্মেলন, নেওয়া হবে ব্যবস্থা
ফিরে দেখা ৯ জুলাই: দেশজুড়ে সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা