গণশুনানি ছাড়া জ্বালানি তেলের দাম বৃদ্ধি মানে লুটপাটের মহোৎসব: ববি হাজ্জাজ

জাতীয়তবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, মধ্যরাতে এক কাগুজে বিবৃতির মাধ্যমে প্রাথমিক জ্বালানির মতো গুরুত্বপূর্ণ একটি বিষয়ে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিয়ে জনগণের সঙ্গে আরেকদফা প্রতারণা করল আওয়ামী লীগ সরকার।
তিনি বলেন, গ্যাস, বিদ্যুৎ, পানি এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি বা মূল্য সমন্বয় করতে স্বার্থসংশ্লিষ্ট সবার মতামত প্রয়োজন। গণশুনানি ছাড়া দাম বৃদ্ধি মানেই লুটপাটের মহোৎসব।
রবিবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এনডিএম আয়োজিত জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে প্রতিবাদী অবস্থান এবং গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচিতে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ববি হাজ্জাজ বলেন, সরকার গত তিন বছরে ক্যাপাসিটি চার্জ বাবদ রেন্টাল এবং কুইক রেন্টাল পাওয়ার প্লান্টের মালিকদের প্রায় ৫৪ হাজার কোটি টাকা না দিয়ে এই অর্থ জ্বালানি খাতের সংষ্কার, অনুসন্ধান এবং ভোক্তা পর্যায়ে ভর্তুকি প্রদান খাতে ব্যয় করলে আজ সাধারণ মানুষের চোখেমুখে আতংক থাকত না। বিদেশি মুদ্রার রিজার্ভ ঘাটতি এবং মেগা প্রজেক্টের ঋণের ভারে ধুঁকতে থাকা অর্থনীতিকে বাঁচাতে আইএমএফ থেকে ঋণ পাবার পূর্বশর্ত মোতাবেক জ্বালানি খাতে ভর্তুকি কমানোর সিদ্ধান্ত সরকারের জন্য আত্মঘাতী বলে আমরা মনে করি।
তিনি বলেন, ২০১৫-২০২১ পর্যন্ত সাত বছরে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন প্রায় ৪৭০ বিলিয়ন টাকা লাভ করেছে বলে আমরা গণমাধ্যম সূত্রে জেনেছি। তাহলে শুধু ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে এই বছর জ্বালানি তেলের দাম কেন বাড়াতে হবে? অথচ বিশ্ববাজারে এই মুহূর্তে তেলের দাম সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বনিম্ন। আমরা অবিলম্বে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির এই গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, জাগপার মহাসচিব অধ্যাপক ইকবাল হোসেন প্রমুখ।
কর্মসূচির শুরুতে স্বাগত বক্তব্য দেন এনডিএম এর যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন। সঞ্চালনায় ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা। উক্ত কর্মসূচি থেকে জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ করা হয় এবং কর্মসূচি শেষে একটি প্রতিবাদী মিছিল বের হয়।
ঢাকাটাইমস/০৭আগস্ট/ইএস
সংবাদটি শেয়ার করুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত
রাজনীতি এর সর্বশেষ

‘বিএনপি ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে পাঁচ দিনেও খবর নাই’

খালেদা জিয়া ফের সিসিইউতে

দ্রব্যমুল্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে: বাবলা

সরকার যুব সমাজকে স্বপ্নহীন জনগোষ্ঠীতে পরিনত করেছে: সাইফুল হক

ক্ষমতা হারালে আওয়ামী লীগ ভেঙে যাবে: ববি হাজ্জাজ

শেখ হাসিনা বাঙালি জাতির মুকুট মণিতে পরিণত হয়েছেন: হানিফ

ভিসানীতির জন্য বিএনপি দায়ী: হানিফ

নিরপেক্ষ নির্বাচন হলে মন্ত্রী-এমপিদের জমানত বাজেয়াপ্ত হবে : ডা. ইরান

বাইডেন বাংলাদেশকে হুমকি দিচ্ছেন: ওবায়দুল কাদের
