সপ্তাহের বৃদ্ধির শীর্ষে এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ আগস্ট ২০২২, ১৭:১৭

দেশের পুঁজিবাজারে সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বৃদ্ধির শীর্ষে রয়েছে এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ১৫.২৯ শতাংশ বেড়েছে।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ৪ কোটি ৩৩ লাখ ৩০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৮ লাখ ৩২ হাজার টাকা।

দাম বৃদ্ধির তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১১ দশমিক ৬২ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৮৪ কোটি ৩৫ লাখ ২২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২১ কোটি ৮ লাখ ৮০ হাজার টাকা।

ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড দাম বৃদ্ধির তালিকার তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ৯ দশমিক ৮০ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১০৭ কোটি ৯২ লাখ ৮৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৬ কোটি ৯৮ লাখ ২১ হাজার টাকা।

গত সপ্তাহে দাম বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস, কপারটেক ইন্ডাস্ট্রিজ, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস, সোনারগাঁও টেক্সটাইল, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ ও হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড।

(ঢাকাটাইমস/১৩আগস্ট/এসকেএস)

সংবাদটি শেয়ার করুন

পুঁজিবাজার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :