রাজধানীতে অটোরিকশা উল্টে চালক নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ আগস্ট ২০২২, ১২:৫৫
অ- অ+

রাজধানীর রামপুরার ওয়াপদা সড়ক এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে চালক নিহত হয়েছেন।

রবিবার সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহতের নাম মো. সেন্টু মৃধা (৩৮)। তার গ্রামের বাড়ি বরিশাল জেলার মুলাদী থানায়। তিনি পূর্ব রামপুরার ১৩৬/৫ নম্বর বাসায় স্ত্রী ও দুই ছেলে নিয়ে বসবাস করতেন।

সেন্টু মৃধার ছেলে মো. সাব্বির মৃধা বলেন, ‘ভোর পাঁচটার দিকে খবর পাই, রামপুরা ওয়াপদা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে আমার বাবার রিকশা উল্টে গেছে। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সকাল ৯টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার কর্মকর্তাকে জানানো হয়েছে।’

(ঢাকাটাইমস/১৪আগস্ট/এমআই/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১৯৭৫ থেকে ২০২৫—গৌরবময় ৫০ বছরের পথচলা পিজিআরের
সাংবাদিকদের মিলনমেলায় রঙিন ছিল ডিএসইসির ফ্যামিলি ডে
জাতীয় ঐকমত্য কমিশন কিছুই চাপিয়ে দিচ্ছে না: আলী রীয়াজ
পরিবেশবান্ধব বিদ্যুৎসংযোগ নিশ্চিতে একসঙ্গে কাজ করবে ইডটকো বাংলাদেশ ও টাইগার নিউ এনার্জি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা