বৈধ রেমিট্যান্সে উদ্বুদ্ধ করতে শারজায় শুরু হচ্ছে তিন দিনের উৎসব

এম ওমর ফারুক আজাদ, আরব আমিরাত
 | প্রকাশিত : ১৫ আগস্ট ২০২২, ২১:৫১

দেশের অর্থনৈতিক অগ্রগতি ও মন্দা মোকাবিলায় প্রবাসীদের রেমিট্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গত ১০ দিনে বাংলাদেশে এসেছে ৭৮০৪ কোটি টাকা। অর্থনীতির চ্যালেঞ্জিং সময়টিতে বৈধ পথে রেমিট্যান্সে পাঠাতে বাংলাদেশিদের উৎসাহ দেয়ার লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রবাসী উৎসব।

আগামী ১৬, ১৭ ও ১৮ সেপ্টেম্বর শারজার এক্সপো সেন্টারে এই উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবে বৈধ পথে টাকা প্রেরণে প্রবাসীদের দেয়া হবে সম্মাননা।

এছাড়াও বৈধ পথে টাকা পাঠানোর উপকারিতা ও দেশের কল্যাণের বিষয়ে জানাতে প্রবাসী উৎসবের আয়োজন করেছে আইডিয়া গ্যালারি ও সাহরা অ্যাডভার্টাইজিং এলএলসি।

১ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত বৈধ পথে তথা যেকোনো ব্যাংক বা এক্সচেঞ্জের মাধ্যমে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারীর জন্য থাকবে বিশেষ পুরস্কার। অনুষ্ঠানটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা এবং ব্যাংক বাজার কর্মসূচি চলবে বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত। উৎসবকে কেন্দ্র করে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।

(ঢাকাটাইমস/১৫আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :