বেবি বাম্প নিয়ে হাজির বিপাশা বসু

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ আগস্ট ২০২২, ১৭:১১
অ- অ+

মা হতে চলেছেন বলিউডের বাঙালি অভিনেত্রী বিপাশা বসু। সাদা শার্টের আড়ালে উঁকি দিচ্ছে বেবি বাম্প। সোনম, আলিয়াদের পর বলিউডের হবু মায়েদের তালিকায় যোগ হলো বিপাশার নামটিও। মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে ইনস্টাগ্রামে স্বামী করণ সিংয়ের সঙ্গে জোড়া ছবি শেয়ার করে সুসংবাদটি দিয়েছেন বিপাশাই।

অভিনেত্রী লিখেছেন, ‘জীবনে একটা নতুন সময় আসতে চলেছে। নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। জীবনের প্রিজমে একটা নতুন স্বতন্ত্র আলোক রেখা যোগ হতে চলেছে। আমরা যা ছিলাম, তার থেকে আরও একটু বেশি পরিপূর্ণ হতে চলেছি।’

বিপাশা আরও লিখেছেন, ‘আমরা দুজনেই জীবনটা শুরু করেছিলাম আলাদা আলাদাভাবে। তারপর একদিন আমাদের দুজনের দেখা হয়। সেই থেকে আমরা দুজনই ছিলাম। তবে মনে হচ্ছে আমাদের দুজনের, শুধুমাত্র দুজনের জন্য এতটা ভালোবাসা ঠিক হচ্ছিল না। তাই খুব শিগগির আমরা তিন হতে চলেছি। আমাদের ভালোবাসার সন্তান খুব শিগগিরই আমাদের সঙ্গে যোগ দেবে। আমাদের আনন্দকে আরও বহুগুণে বাড়িয়ে দেবে।’

অনুরাগী ধন্যবাদ জানিয়ে বিপাশা লিখেছেন, ‘তোমাদের নিঃস্বার্থ ভালোবাসা, প্রার্থনা আর শুভেচ্ছা সবসময় আমাদের সঙ্গে থেকেছে। আমাদের জীবনে এভাবে জুড়ে থাকার জন্য সবাইকে আবারও ধন্যবাদ। এবার আমাদের সন্তানের স্পর্শে জীবন আরও সুন্দর হতে চলেছে।’ সুসংবাদটি প্রকাশ হতেই বিপাশা-করণকে শুভেচ্ছা জানাতে শুরু করেন তারকা এবং অনুরাগীরা।

বিপাশা মা হতে চলেছেন, এমন জল্পনা অনেকদিন ধরেই জল্পনা চলছিল। তবে অভিনেত্রী কিংবা তার স্বামী এতদিন এ বিষয়ে মুখ খোলেননি। সন্তর্পণে এড়িয়ে গেছেন প্রসঙ্গটি। তবে এবার জল্পনা সত্যি করে একেবারে সাড়ম্বরে ঘোষণা। ছবিতে দেখা যাচ্ছে, হবু মা বিপাশাকে আগলে রেখেছেন স্বামী করণ। স্ত্রীর পেটে ভালোবাসার চুমু এঁকে দিচ্ছেন।

২০১৫ সালে একটি ছবির শুটিংয়ে প্রথম করণের সঙ্গে পরিচয় হয় বঙ্গতনয়া বিপাশার। সেই পরিচয়ই দ্রুত প্রণয়ের গভীরতা পায়। ২০১৬ সালে বাঙালি রীতি-নীতি মেনে করণের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন বিপাশা। বিয়ের পর ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধবদের নিয়ে ধুমধাম করে রিসেপশন পার্টিরও আয়োজন করেছিল নবদম্পতি।

রিয়েল লাইফ জুটি বিপাশা-করণ রিল লাইফেও জুটি বেঁধে ‘ডেঞ্জারাস’ নামে একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন।

তবে, করণের সঙ্গে ‘জোড়ি’ বাঁধার আগে অভিনেতা জন আব্রাহামের সঙ্গে দীর্ঘ প্রায় ৯ বছর লিভ-ইন রিলেশনে ছিলেন বিপাশা। তারও আগে আরেক অভিনেতা দিনো মোরিয়ার সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলেন এই অভিনেত্রী।

(ঢাকা টাইমস/১৬ আগস্ট/এএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকার নবাবগঞ্জের নিজ বাড়ির ক্ষেত থেকে লাশ উদ্ধার যুবদল নেতার
মায়ের মৃত্যুতে মাহমুদুর রহমানের বাড়িতে গেলেন মির্জা ফখরুল
প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী
পাংশায় আত্মহত্যার প্ররোচনা মামলার এজাহারনামীয় আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা