বগুড়ায় ইয়াবাসহ আটক ৪

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ আগস্ট ২০২২, ১৫:৪৩
অ- অ+

বগুড়ায় সাড়ে ছয় হাজার পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া।

প্রথমে বুধবার ভোর সাড়ে ৫টায় আদমদীঘি উপজেলার পোঁওতা এলাকা থেকে আড়াই হাজার পিস ইয়াবা উদ্ধার এবং প্রাইভেট কারসহ তাদেরকে আটক করা হয়।

এরপর বগুড়া শহরে তাদেরই একজনের বাড়ি থেকে আরও চার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটকরা হলেন- বগুড়া সদরের কাটনারপাড়া এলাকার শাফিউল সিদ্দিক, বগুড়া সোনাতলা উপজেলার বাসিন্দা মাইনুল ইসলাম ও আব্দুল গফুর এবং শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকার বাসিন্দা ও প্রাইভেটকার চালক উজ্জল হোসেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ইবরাহীম খান বলেন, গোপন সংবাদে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের সান্তাহার পোঁওতা এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদের প্রাইভেট কারে তল্লাশি চালায়।

এসময় ওই প্রাইভেটকার থেকে দুই হাজার ৫০০ পিস ইয়াবা পাওয়া যায়। একই সঙ্গে চালকসহ প্রাইভেটকারে থাকা চারজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে আটকদের মধ্যে শাফিউলের বাড়িতে অভিযান চালিয়ে আরও চার হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকাটাইমস/১৭আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা